পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । .w"、" ফিরিবার কিছু দিন পরে এই মেলার আরম্ভ হইয়াছে। এই মহামেলার কথ। ཅི༥ifཝེ.5་༔ মামবাসী কিছু না বলিয় “বঙ্গবাসী’র এক জন বিদেশীয় প্রবন্ধলেখকের ভাষায় বলিব ;–

  • মহামুনি চট্টলবাসী বৌদ্ধদিগের একটি প্রসিদ্ধ মেলা । প্রতি বৎসর বিষুবসংক্রান্তিতে চট্টগ্রাম পাহাড়তলীতে এই মেল মিলিয়া থাকে। এ দেশ ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ে পরিবেষ্টিত ; ঐ পাহাড়ে বৌদ্ধধর্মাবলম্বী মগদের বসতি, এবং সমতল উপত্যকায় নানা স্থানে বৌদ্ধ-ভদ্রলোকদের ক্ষুদ্র ক্ষুদ্র পল্লী আছে। ঐ সকল বৌদ্ধদের আগ্রহ, উৎসাহ ও ধৰ্ম্মপিপাসায় মেল-স্থান এক অপূৰ্ব্ব ভাবে পূর্ণ হইয় উঠে। বাস্তবিক যিনি সংসারে স্বর্গ দেখিতে চাহেন, ধিন ঘোর অশান্তিতে দগ্ধ হইয়া শীতল হইতে চাহেন, যিনি দুঃখের বোঝা বহিয়া ৰহিয়া কাতরপ্রাণে স্বথের অন্বেষণ করেন, তিনি একবার এই মহামুনির মহাভাৰ প্রত্যক্ষ করুন । সকল জ্বালা সকল অশাস্তি, মুহূৰ্ত্তমধ্যে কি এক কুহকে কোথায় লুকাইয়া পড়বে } 张 *
  • মরি | মার ! কি প্রাণারাম স্থান। কি মনোহর দর্শন ! এমন ত জীবনেও দেখি নাই। এ দৃগু যে কল্পনারও অতীত। অতি ক্ষুদ্র শৈল,-উপরিভাগ সমতল । সেই সমতল স্থান নবীন পল্লবে নীন মুকুলে স্থশোভিত নানা জাতি তরুলতায় আচ্ছন্ন। মধুর মলয় সততই মূহুপ্রবাহে প্রবাহিত। নাগেশ্বর পুষ্প শোভা ও স্ববাস দানে সতত্তই তৎপর। বসন্ত পূর্ণমূৰ্ত্তিতে বিরাজিত। অতি সম্পূর্ণ, অতি সম্পন্ন। বিলাসিনী বাসস্তীর এই পূৰ্ণবিকশিত পরিণত মূৰ্ত্তি ; এ মূৰ্ত্তি ধারণায় আইসে ন। সে স্কৃষ্ঠে প্রাণ মন झुर्शि যায়, উত্তেজন ফুরায়, দেহগ্রন্থি শিথিল হইয় পড়ে। আজ সেই বসন্তের নির্জন ক্রীড়া-কানন অগণিত মানব ও শত শত দোকান পসারিতে পরিপূর্ণ। সকল