পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী { b*RS “সকলেরই এই বেশ । মগপুরুষের মাথায় রেশমী রুমাল, গয়ে কুৰ্ত্ত, পরিধানে ইটু, পৰ্য্যস্ত ধূতি হাতে রূপার বালা, এবং কাণে রূপার আঙটি অঁহারা বৃদ্ধ বয়সেও গয়ন পরিতে কিছুমাত্র "লজ্জা বোধ করে না । মগমহিলাদের খোপা প্রকৃত ফুলের দ্যয় কৃত্রিম ফুলের তোড়ায় মুশোভিত ; বক্ষঃস্থল একটি রেশমী রুমলে বঁপা, পরিধানে রেশমী শাড়ী, গলায় টাকার মালা ; হাতে রূপার বালা, এবং কাণে রূপার গয়না । ইহাদের কাণের ছিদ্র এত বড় যে, এক বুরুল পুরু রৌপ্যখণ্ড ইহার কাণে অনায়াসে ঢুকাইয় দেয় । মগ মহিলারা প্রকৃতির প্রসাদে স্বভাবতই লাবণ্যমন্ত্ৰী সকলেই বেশ হৃষ্টপুষ্ট । তাহদের দেহযন সন্তত ই প্রফুল্ল । মগ পুরুসেরা সকলেই বলশালী ও কৰ্ম্মঠ ; কিন্তু খৰ্ব্বাকৃতি। স্ত্রীপুরুষ সকলেরই নাসিকাটি চাপা। মগের বড় আমোদপ্রিয় ! নৃত্যগীত তাহীদের নিত্য নৈমিত্তিক কাৰ্য্য। শত সহস্ৰ লোকের সম্মুখে যুবকের অসঙ্কোচে যুবতীদের নৃত্যে বংশীবাদন করে ও উত্তেজিত হইয় তাহাদিগের বাহুলতার আশ্রয়ে নৃত্য কবিতে থাকে ; অথচ মুগে নিৰ্ম্মল হাসি, প্রাণে অপাের আনন্দ * তাহারা দল দগে অন্ন ও পুষ্প লইয়া বুদ্ধদেবকে পূজিতে যাইয়েছে । অনাখনাথকে দেখিয়া দলে দলে ভূতলে জাহু স্বাধিয়া লগাটে ভূমি তল পৃষ্ট করিয়া প্রণাম করিল। তাহার । সকলে তঁহকে দেবতার মত ভক্তি করে। আলুলায়িতকুন্তলা, গৈরি কৰসনপরিহি ঠা, প্রযুনিরীক্ত রণ স্বর্ণপ্রতিমাস্বরূপ ভানুমতীকে তাহার পশ্চাতে দেখিয়া সকলে বিক্ষিত-নয়নে তাহার দিকে চাহিয়া বুহিল । কেহ কেহ তাহাকে বৌদ্ধ-সন্ধ্যাসিনী মনে করিয়া প্রণাম করি, অনািথনাথ তাহাদিগকে আশীৰ্ব্বাদ করিয়া নানাবিধ কুশল সংবাদ জিজ্ঞাসা করিয়া, তাহদের মুখ