পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । 8 و بالا উছলিয়া উঠিল। শত শত দোকান পসারিতে অগণিত দীপশিখা জলিয়া উঠিল। ক্ষুদ্র শৈলশেখর যেন ৮ খ্ৰীষ্কৃষ্ণের মুক্তাবনের মত শোভা পাইঙে লাগিল । মগু-মহিলাগণ বিচিত্র বেশভূষায় সজ্জিত হইয়া দলে দলে চারিদিকে নাচিয় বেড়াইতে লাগিল । একি ! একি ! আমি স্বর্গে এরা কি দেব-বালা ! না গন্ধৰ্ব্বকুমারী অথবা অঙ্গরী ! এদের চতুষ্পার্শ্বে যেন কি এক মোহের মদিরা ছড়াইয়া পড়িতেছে। লাবণ্য ঢলিয়া পড়িতেছে। পূৰ্ব্বে ভাবিতাম, পাহাড়ীদের আবার রূপ কি ? বেশভূষাই বা কোথায় ? আজ আমার সেই ভ্রম সম্পূর্ণরূপে বিদূরিত হইল। আজ আমি মুক্তকণ্ঠে স্বীকার করিতেছি—যদি রূপ থাকে, তবে এদের মধ্যেই আছে, যদি বেশভূষার বাহার থাকে, তবে এই মগমহিলাদের শেভূষাতেই আছে।” “যুতিীগণ যুবকের দলে, কিশোরীগণ কিশোরের দলে, এবং বালকগুলি বালকের দলে এক হইয়া সেই মহামুনির প্রকাও মন্দিরের প্রশস্ত বারাগুয়ি মাচিয়া নাৰ্চিয় ঘুরিয়া ঘুরিয়া বুদ্ধনাম কীৰ্ত্তন করিতে লাগিল, আর একবার আনন্দে উন্মত্ত হইয়া কেমন এক রকম অস্বাভাবিক মীৎকারে মন্দিরপ্রাঙ্গণ বারংবার কঁপাইতে লাগিল । "ধর্থন এবংবিধ নৃত্যগীতে, মন্দিরে, প্রাঙ্গণে রাস্ত ঘটে আনন্দের ঢেউ ছুটতে লাগিল, কার সাধ্য সে তরঙ্গে স্থির থাকিতে পারে? তুমি আতুর হও, উঠিয়া নাচিবে,—বোবা হও, আনন্দে আনন্দধ্বনি করিবে,—বধির হও, যেন সব শুনিতে থাকিবে,-অন্ধ হও প্রত্যক্ষ দেখিতে থাকিবে । এ মেলার ५धनं महीम् ड'व ।।” 綠 ১ “রাত্রি কিছু অধিক হইল, মগ স্ত্রীপুরুষ দলে দলে যে যেখানে পাই, গাছের তলে বিনা শ্যায় শয়ন করিতে লাগিল ।