পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । । ৮৪১ মুসলমানকে স্পর্শকরিতেছে না ? যাহা দশ বৎসর পূৰ্ব্বে অর্থাঙ্ক । বলিয়া পরিগণিত ছিল, আজ তাহ খাইতেছে না কে ? স্বাহারা । ষষ্কৃচ্ছাক্রমে থাইতেছে, কই তাহাব' ত প্রায়শ্চিত্ত করিতেছে না ?. আর যাহারা বিলাত কি অন্য দেশে যাইতেছে, তাহারা অবস্থার বাধ্য হইয় থাইতেছে, তবে তাহার প্রায়শ্চিত্ত করিবে কেন ? ভী । কিন্তু.বাৰু আমাকে সেরূপে গ্রহণ করিয়া কি করিবে ? : অ। তোমাকে আমার উত্তরাধিকারিণী করিব, এবং বিবাহ দিয়া আমার শ্মশানসদৃশ এই পুহাতে অধিষ্ঠিত করিব। ভানুমতীর মুখ গম্ভীর হইল। সে মাথা হেঁট করিয়া ছাদের দিকে চাহিয়া রহিল। লজ্জাবনত মুখে বলিল,-“তাহা হইগেই বা কি হইবে ?” ' ब ।। তুমি স্থখী হইবে ; আমি মুখী হইব । ভা । সুখ কি বাবা ? একটি কবিতায় পড়িয়ছি,— মুখ যাহা বল কথার কথা, দেখেছে কি কেহ পেয়েছে কখন ? আকাশকুসুম, মুকুতার লতা, জীবনেতে মৃগতৃষ্ণিকীর ভ্ৰম । ৪ই আকাশের নীলিমার মত ঃখ(ই) জীবনের স্থিতি ও বিস্তার ; মুখ যাহা বল বিষ্ক্যুৎ মতন, বাড়ায় দ্বিগুণ নীলিমা শুtহার ! আগ । অভাগিনী অনাথিনী বালিকা মুখ কি তাহ কখনও জানে নাই,- প্রশ্ন শুনিয়া অনাখনাথের এ কথা মনে পড়িল। র্তাহার চক্ষু সজল হইল। তিনি একবার তাহার মুখের দিকে দেখিলেন–কিন্তু কই, তাহাতে ত সেরূপ কোনও ভাব নাই।