পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:切*88 নবীনচন্দ্রের গ্রন্থাবলী | লইয়া গেলাম। সে অতৃপ্ত স্থির নির্ণমেণয়নে জগন্নাথ দৰ্শন করিল। দর দর ধারায় মশ্র তাহার কপোল বহয় পড়িতেছে। সে বেদ প্রক্ষিণ করিল। আবার অধিনয়নে জগন্নাথ দৰ্শন t; कविण । उशन उlशद्र दांश्ल्लाप्नद डैनग्न श्रेण। cन श्रद७%न

  • টানিয়া কাদিত লাগিল, এবং পরিচয় জিজ্ঞাসা করিলে বলিল যে, বহু আত্মীয় সহ সে মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করিলে স্বজনগণের নিকট হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িয়ছিল। আমি তাকে মন্দিরের বাহিরে লইয়া আমার কাছে বলাইয়। রাখিলাম । তখন সে লজ্জাশীল অবগুণ্ঠনবতী । পরে অন্বেষণ কবিয়া তাহার আত্মীয় স্বজনের হস্তে তাহাকে সমর্পণ করিয়া আমি শ্ৰীমন্দিরের সেই দক্ষিণ দ্বরে বসিয়া ভাবিতে লাগিল।ম,—এ কি ঘটনা ! শ্ৰীভগবানের মূৰ্ত্তিদর্শনের জন্ত ভক্তিতে অধীর হইয়া যদি একটি কিশোরী এরূপভাবে এক জন অজ্ঞাত পুরুষের গলায় ' পুড়িতে পারে, তবে ব্রজকিশোরীর অদ্ভুতকৰ্ম্ম ও দৈবশক্তিসম্পন্ন শ্ৰীকৃষ্ণকে পাইযা-যে শ্ৰীকৃষ্ণ কিশোর বয়সে শারীরিক বলে এই মহরের বিনাশ কবিয়ছিলেন, এবং জ্ঞানবলে ইন্দ্ৰযজ্ঞ ভঙ্গ করিয়া নবধৰ্ম্মের প্রচার করিয়াছিলেন,-সেই সজল জলদ-স্নিগ্ধ-কাrি ভগৱান শ্ৰীকৃষ্ণকে পাইয়া বাসের শেষে ভক্তিতে, ভক্তির চরম প্রেমে অধীর হইয়া উহার শ্ৰীঅঙ্গ আলিঙ্গন করবে, তাহার প্রমুখ চুম্বন করিবে, তাহতে নিদার বিষয় কি ? বুদ্ধদেব কি পীপুত্র ত্যাগ করিয়া চলিয়া ধান নাই । চৈতন্যদেৰ কি শ্ৰীকৃষ্ণের জন্তে মতা পত্নী ত্যাগ কবিয়া চলিয়া ধান নাই। তবে সরল ব্রহ্মগোপীর স্বয়ং ষে এভগবানকে পতি-পুত্র হইতে অধিক প্রেম করত, উহাকে দর্শন কবিস্থার জন্তে পত্তিপুত্র ত্যাগ করিয়া ধাইত, তাহাতে আর নিদার বিষয় কি ? এখনও কি গ্রামে এক জন সাধু সন্ন্যাসী আসিয়াছে