পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । শুনিলে গ্রামানীিয়া পত্তিপুত্র ত্যাগ কবিয় তাহাকে দেখিতে ছুটে না ? বিশেষতঃ, শ্ৰীকৃষ্ণ তখন কিশোর মাত্র , বিশেষের সীমা পঞ্চদশ বর্ষ। । t আর একদিন আমি কাৰ্যস্থান হইতে অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখি যে,একটি কিশোর সন্ন্যাসি-শিশুকে লইয়া পরিবাবুস্থ মহিলারা এত আত্মহাধু হইয়াছে যে, আমার জলখাবার প্রস্তুত করিতে হইবে—আমার পত্তিপ্রণা পত্নী পৰ্যন্ত ইহা স্থল গিয়াছেন। তাহারা শিশুটিকে লইয়। একরূপ পাগল হইয়াছে। তখন আমার মনে হইল যে, একটি মূখ কিশো প্ৰসন্ন্যাসীকে লইয়ু যখন ইহার এরূপ করিতেছে, তখন স্বয়ং ভগবান নবীনকিশোর শ্ৰীকৃষ্ণ উপস্থিত হইলে ইহারা কি করিবে ? কালে স্বমুনাতীরাভিনীত এই সরল ও সংজ, যমুনা পলিলে মত নিৰ্ম্মল, শীতল ও মধু ধৰ্ম্মe আবিদ ও পঙ্কিল হুইল বৌদ্ধ, খৃষ্টীয়, মহম্মদীয় ও গোরীয় ধৰ্ম্মের অবস্থাও তাই ইয়ছে। হইবারই কথা শ্ৰীভগবানের প্রতিভা মানুষ কোথায় পাইবে । এইরূপ আবিল ও পঙ্কিল হইয়াছিল বলিয়, শ্ৰীকৃষ্ণ চেতন্তে অবতার প্রয়োজনী হইয়া পড়িয়াছিল । তিনি জাহীতীরে ও সিন্ধুতীরে সেই ব্রজলীলার অভিনয় করিয়া বঙ্গদেশ ও ভারতের নানা , স্থান কৃষ্ণ নামে ও কৃষ্ণপ্রেমা শ্রীতে পবিত্র করিয়া গিয়াছেন । আহা ! কি করুণ লীলা জগতে এমন প্রাণশীতলকারী আর কি আছে ? তিনি কখন শ্ৰীকৃষ্ণের দাসভাবে বিভোর হই। ব্রজলীলার শাস্তিত্ব, কখন নদংশোদার ভাবে বিভোর হইয়া বাংল্য রস, কখন শ্ৰীদাম মুনাথের ভাবে বিভোর হই। সধারস, কখন বা গোপ-কিশোরীদের শ্ৰীকৃষ্ণের প্রতি পতিগ্রেনে বিগের ইয়া কান্ত গ, শ্ৰীঃাধার প্রেমে বিভোর হইয়া মধুরবস– সর্বশেষে স্বয়ং ঐকঞ্চে ভৰে বিভোর হইয়া ক্রক্কের পক্ষে এই