পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুম্বর। তাহাতে এই গিতিল-বিচারিণী গিরিষ্কায়ার তীরে উহা । আরও কত মুনীর অবস্থার পর্বভজাল ভেদ ক্ষরিয় ভক্তিস্রোতের । মত কর্ণফুলী বহিয়া যাইতেছে। ভক্তিতে “জ্ঞানের আলোক সঞ্চারিত হইলে উহা যেরূপ আরও প্রসন্নভাৰ ধারণ করে, বস্তের বাবস্থাকিরণে কর্ণফুলী সেইরূপ প্রসলিল হইছে।’ দৃশুটি ঠিক যেন অনাথনাথের হৃদয়ের একটি প্রতিকৃতি। গত সন্ধ্যায় সেই সঙ্গীত গুনিয়া, গত নিশিতে সেই স্বপ্ন দেখিয়া অবধি তাহার হৃদয়েও এরূপ একটি শান্তসলিল ভক্তিস্রোত সেই 'শুম' পরশমণির দিকে ছুটয়াছে। ক্রমে বেলা হইল ; কই ভানুমতী আসিল না। তখন তাহার মনে আর একটি সন্দেহ হইল । তিনি বড় মধুর ঈষৎ হাসি হাসিলেন। কাল উৎসবের শেষে শয়ন করিতে যাইবার সময় অনাখনাথ একখানি পুরু কাগজ ভানুমতীর হাতে দিয়া বলিয়াছিলেন,— r “মা ইহা আমার দানপত্র। আজ হইতে আমার এই বিপুল সম্পত্তি তোমার । এই পুণ্যতিথিতে আমার পূর্বপুরুষের এই পবিত্র পুরীতে তোমাকে লক্ষ্মীরূপে প্রতিষ্ঠিত করিলাম * ভানুजउँौद्र भूथ श्रखौद्र श्रेण। उांशंद्र नभङ *द्रौद्र cश्न कठि হইল। সে প্রসারিত দানপত্র গ্রহণ করিল, এবং অঞ্চলে কণ্ঠ বেষ্টিত করিয়া তাহার চরণযুগলে প্রণত হইল, এবং পদযুগল জুশ্রুসিক্ত করিল। অনাথনাথ তাহাকে উক্ষুসের সহিত বুকে ভুলিয় তাহারমুখচুম্বন করিলেন। দেখিলেন, শিশিরসিক্ত শতদলের স্থায় সেই মুখ শাস্ক, স্থির, পবিত্র। সে মীর কিছু বলিগ না । জনশ্বনাথ আবার তাহার খচুম্বন কবিন্ধ সানাপ্রনয়নে শয়নকক্ষে প্রবেশকরলেন। তিনি মনেকরিলেন ডায়মতীর বুঝি সেই কারণে খৰে বিপ্নৰ উপস্থিত হইয়ছে, এবং সমস্ত রাজি জাগিয়াছে, छारे रिउ गिद श्रेबांश्। -