পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তিনি পুরীতে প্রত্যাগত হইয়া বসিয়াছেন, এমন সময়ে তাহার কার্য্যাধ্যক্ষ কৰ্ম্মচারী আসিয়া বলিলেন, “ষে কৰ্ম্মচারীটি মরিয়া গিয়াছে, এবং যাহার পরিবার প্রতিপালনের আপনি সে দিন মাত্র সংস্থান করিয়া দিয়াছেন, তাহার কাগজপত্র বুঝিয়া লইবার জন্তে তাহার একটি বাক্স খুলিলে তাহাতে আপনার নামাঙ্কিত এই পুরাতন পত্র অনেক কাগজের নীচে পাইলাম। পত্ৰখানি বন্ধ রহিয়াছে। তাহাতে বোধ হইতেছে, আপনি দেখেন নাই।” কাৰ্য্যাধ্যক্ষ এই বলিয়া একখানি ভুলট’ কাগজে লেখা অতি পুরাতন পত্র অনাথনাথের হন্তে সমর্পণ করিলেন। অনাথনাথ পত্ৰখানি খুলিয়া পাঠ করিতে লাগিলেন।

  • ীহরিঃ শরণং । মহামহিমর্ণিব

শ্ৰীযুক্ত বাৰু অনাথনাথ রায়, জমীদার মহাশয় মহিমার্ণবেষু— । শ্ৰীকৃষ্ণের নিকট আপনার মঙ্গল ভিক্ষ পূর্বক নিবেদন । ১২৮৮ সনের কীৰ্ত্তিক মাসের মহা ঝড়ে রাজখালী গ্রামের নিকটে সমুদ্রতীরে আপনার বজরা জলমগ্ন হয়। ঝটিকার সময় আমি ও আমার বৈরাগিণী যে একটি ভূপতিত বৃক্ষে আশ্রম্ব লইয়াছিলাম, তাহার কাছ দিয়া একটা কি ভাসিয়া যাইতে আমার পায়ে লাগে। স্পর্শ করিয়া দেখিলে একটি শিশু বলিয়া বোধ হইল। আমি উহাকে উঠাইয়া লইয়া আমার বক্ষের মধ্যে রাখিয়া রাত্রি অতিবাহিত করি। প্রভাতে দেখিলাম, चां★नांद्ध झई द९गद्र बध्नको क्छ । श्रां★नाद् दछद्रांश डिक्{ করিতে গিয়া আমি তাহকে দেখিয়াছিলাম। তখন তাহার জীবনের কোন লক্ষণ ছিল না। সে বিষয়ে vপুী গোস্বামী এই পথে আদিনাখ ধাইতেছিলেন। তিনি শিশুটিকে উহার