পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতা। bott .. . পত্রপাঠ শেষ করি। “ভানুমতী আমার আমি৷ ” ৰ অমিয়া । মা অমিয়া।” বলিয়া আনন্দো উচ্চৈঃস্বরে রোদন করিতে করিতে উম্মত্তের মুত অস্তঃপুরে ভানুমতীর কক্ষে প্রবেশ করিলেন। অন্তঃপুরের দ্বিতল গৃহে তাহার শয়নকক্ষের পাশ্বের একটি কক্ষ অতি মুন্দর রূপে সজ্জিত করিয়া ভানুমতীকে থাকিতে দিয়াছিলেন । কক্ষ ত নহে,—একটি ক্ষুদ্র ত্রিদিব। কিন্তু কক্ষে ভানুমতী নাই। সমস্ত বাড়ী, সমস্ত পুরী, সমস্ত । উদ্যান ও উপবন, সমস্ত নদীতীর অন্বেষণ করিলেন, ভানুমতীকে পাইলেন না। পুরীতে মহা আনন্দের কলবর পড়িয়া গেল। কৰ্ম্মচারী, দাস দাসী, আত্মীয়, কুটুম্ব সকলে চারি দিকে অন্বেষণে ছুটিল । সকলেরই মুখেই—“ভানুমতী বাবুর হারাণ মেয়ে অমিয়া ।” সমস্ত পুরী যেন আনন্দে এককণ্ঠে বলিতে লাগিল, “ভানুমতী বাবুর হারাণ মেয়ে অমিয়া ” সমস্ত উস্তান ও উপবন আনন্দে পত্রের মৰ্ম্মরে বলিতে লাগিল, “ভানুমতী বাবুর হারাণ মেয়ে অমিয়া ” শৈলসমীরণ আনন্দে সৰু সন রবে, পাৰ্ব্বত্য পক্ষিগণ কল কলরবে বলিতে লাগিল, “ভানুমতী বাবুর হারাণ মেয়ে অমিয়া ” কর্ণফুলী আনন্দ্রে তর তর স্রোতে বহিয়া ৰাইতে যাইতে বলিতেছিল, “ভানুমতী বাবুর হারাণ মেরে অমিয়া।” উপত্যকাস্থ গ্রামসমূহে আনন্দকোলাহল উঠিল, "ভানুমতী বাবুর হারাণ মেয়ে অমিয়া ।” কিন্তু ভানুমতী কোথায় । , এ আনন্দ-উষ্ণুসের সময় ভানুমতী কোথায় । যাহাঁকে বুকে লইয়া আননে নৃত্য করিতে যেন জগৎ আকুল হইছে, সে ভানুমতী কোথায় । অনাখনৰ স্বয়ং বারবার পুরী, উস্তান, নীতীর, সর্বশেষে গ্রামে গ্রাধে তন্ত্র ভর করিয়া দেখিলেন, छांश्ठौष्क পাইলেন না। जिनि আন্ধানে গাঙ্গমনে গৃহে ফিরিয়! আবার ভাঁহার কক্ষে প্রৱেশ করিলেন । শূন্য ।