পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখিলাম। আর কোথাও যাইবার স্থান দেখিলাম না। আমি এইরূপে বৈদেদের ক্রীতকল্প হইলাম। মেদিনী মাতা কিছু উগ্রপ্রকৃতি হইলেও, বেদে পিতা বড় ভাগমানুষ। তখন আমার নাম হইল-আশা সৰ্ব্বশেষ তাহীদের শিশু পুত্র গোপাল— ( এখানে পত্রে এক ফোটা চক্ষের জল পড়িয়ছে । বাছা ! আমার কোথায় গেল। তাহার আদরে আমি সকল দুঃখ ভুলিয়াছিলাম। এইরূপে ছয় বৎসর অতিবাহিত হইয়া যায়। তাহার পরে মুবর্ণদ্বীপে তোমাদের দর্শনলাভ করি । দর্শনমাত্রই কে যেন আমার হৃদয়ে বলিয়া দিল, অভাগিনী । এই তোর পিতা, তোর মাত, তোর ভ্রাতা । হৃদয় কঁাপিয়া ੇ, ছুটিয়া গিয়া তোমাদের চরণতলে পড়িতে, ভাইটিকে বুকে লইতে, প্রাণ আকুল হইল। কত দেশে কত লোকের কাছে বাজী করিয়াছি ; কত লোক কতরূপ স্নেহমমতা দেখাইয়াছে ; কিন্তু মনের এমন ত ভাব কখনও হয় নাই ; কাহাকেও ত পিতা মাতা বলিয়া মনে হয় নাই। তোমাদেরও আমার প্রতি সেই অপার স্নেহ ও করুণা। তাহার পর সেই প্রলয়কারী ঝড়। মাকে হারাইলাম, ভাইকে হারাইলাম। আমার গোপালকে হারইলাম। সেই দরিদ্র আশ্রয়দাতা স্থটিকে হাৱাইলাম ! (এখানে অপ্রতে লেখা ভাসিয়া গিয়াছে।) किरु बाद ! बैठश्रवाप्नद्र कि नौगा ! cष, वtफ भूविरौ দলিত নিস্পিষ্ট করিয়া গেল, আমার মত ক্ষুদ্র, তুচ্ছ বনফুলটিকে উড়াইয়া আনিয়া তোমার বেচরণে অৰ্পণ কৰিল ! ৰে । বড়ে জগৎ ব্বিন্ত কৰিল, আশ্রয়হীনা আমার স্বল্প কি এই স্বর্গের শ্বট কৰিল ! আমি এই কয়েক মাল তোমার হয়ে কি স্বৰ্গ দেখিলাম, তোমার মুখে কি স্বর্গের সংবাদ শুনিলাম, তোমার, দেহে ৰি স্বৰ্গ ভোগ করিলাম। সর্বশেৰে আৰি