পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী। ' tyప్రిలి দ্বারা একটি সুমিতি গঠত হইবে, এবং তাহদের অধিকাংশের মতে এক জন সাধু কাৰ্য্যাধ্যক্ষ নিয়োজিত হইয়া আমার কন্য। অমিয়া ( প্রকাশ ভানুমতীর ) পূত্রের লিখিত অনুষ্ঠানে আমার সম্পত্তির বাধিক আয় ব্যয়িত হইবে। অমিয়াশ্রমে ভানুমতীর প্রতিমূৰ্ত্তি নিৰ্ম্মাণ করিয়া তাহার বক্ষে অমিয়গোপাল মূৰ্ত্তি সন্নিবেশিত করিতে হইবে, এবং মা আমার যশোদা-রূপে পূজিত হইবেন " কক্ষে আপনার উপর ভানুমতীর ইখানি গৈরিক বসন ছিল । ভানুমতী রাজনন্দিনী হইয়াও বৈরাগীর বসন ত্যাগ করে নাই ! একখানি পরিধেয় ও অীর একখানি উত্তরীয় করিয়া সেই বিপুল রাজ্যের অধিকারী অনাথনাথ পথের ভিখারী হুইলেন । সমাপ্ত ।