পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্ৰ ৮৬৭ ৷ দিয়া চলিয়া গিয়াছে। পত্তি-পীর ভালবাসা আজ দাৰিলিঙ্গ । আমার চক্ষে যথার্থই কৈলাস,-দুইটি দিন স্বর্গমুখে অতিবাহিত । করিতেছি। - ? বৈদ্যনাথ । পথে কয়েক ঘণ্টা কাল বৈদ্যনাথে ছিলাম। শ্ৰীক্ষেত্র যে দেখিয়াছে, তাহার কাছে বৈদ্যনাথে দেখিবার কিছুই নাই । শ্ৰীক্ষেত্রের মন্দিরের অনুকরণে একটি প্রাঙ্গণ। মধ্যস্থলে একটি মন্দিরে বৈদ্যনাথ । বলিতে হইবে না যে, তিনি লিঙ্গরূপী । প্রাঙ্গণের চারি দিকে, মন্দিরে নানা দেব দেবী। অধিকাংশই বুদ্ধদেবের মূৰ্ত্তি, যেখানে বুদ্ধ-মূৰ্ত্তি কোনও মতে লুকাইবার যো নাই, সেখানে তাহার নাম “কাল-ভৈরব” হইয়াছে । বৈদ্যনাথ, দেওঘর বা দেবধর, অতি মুন্দর ও স্বাস্থ্যকর স্থান বলিয়া শুনিয়া- ৷ ছিলাম, কিন্তু আমার তত ভাল লাগিল না। - বৈদ্যনাখে, “অমৃতবাজার পত্রিকা’র সম্পাদক শিশির বাবু, ও তাহার সহোদর মতি বাবুর সঙ্গে সাক্ষাৎ হয়। ইহঁর যশেহরের বন্ধু-বেশ আদর করিলেন। প্রাত্তে র্তাহারা আহার করাইলেন। যেই ঘোরতর ব্রাহ্ম দুই ভাই এখন ঘোরতর। াৈগ, এনে এতই গম্বরগুনা আহি বে। কলিকাতা । ছাড়িয়া, শিশির বাবু বৈর্নিাথে আশ্রমবাসী হইয়া, সন্ত্রীক নির্জনে थॉ८कन । cवर्षिणांभ,-बांभांद्र छौव८मद्र সেই স্বপ্ন, শিশির বাৰু কার্বে পরিণত করিয়াছেন। তাছার স্ত্রী রাখেন, তিনি পার্ষে সিৰা "মৃতবাজারের" সম্পাদকীৰ কাৰ্য নির্বাং !