পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• 'o - প্রবাসের পত্ৰ । ১৮৭৫ ৷ লহর, আজ অযোধ্যার নবাবদিগের সমাধিমাত্র । কালে সেই রাজ্যের নাম হইয়াছে "আউড় রাজধানীর নাম “লখ নাও"। ভারতব্যপী বৃটিশ ছত্রের ছায়াতে "ছত্ৰ-মণ্ডিলের” ছত্র বিমলিন হইয়া লুকাইয়া গিয়াছে। s সিপাহি বিদ্রোহের সময়ে লঙ্কেও একটি কেন্দ্ৰস্থান হইয়াছিল । চারি দিক্ হইতে সহস্ৰ সহস্র বিদ্রোহী লক্ষেতে সমবেত হইয়া, যে স্থানে ইংরক্ষ-প্রতিনিধি বা 'রেসিডেন্ট বাস করিতেন, তাহ আক্রমণ করে । এই আবাসস্থানের নাম "রেসিডেন্সি " স্বল্প সৈন্ত এবং এ অঞ্চলের ইংরাজ নরনারী সমবেত হইয়া, ছয়মান কাল এ স্থান রক্ষা করেন । তাঁহার পর, বহির্ভাগ হইতে ইংরাজ-সৈন্ত আসিয়া, বিদ্রোহীদিগকে পরাজয় করিয়া, তাহাদিগকে উদ্ধার করে । এই ছয় মাসের দারুণ অবরোধের ইতিহাস, স্থানটির অঙ্গে অঙ্গে অঙ্কিত হইয়া রহিয়াছে। তোপের গোলাঘাতে সমস্ত গৃহাদির ছাদ ধসিয়া গিয়াছে। যে সকল দেওয়াল এখন ও দাড়াইয়া আছে, তাহাও তোপের ও বন্দুকের গোলা গুলিতে বাহির দিক্‌ বোলতার বাসার মত হইয়াছে। ভিতরের দিক নর-শোণিতে রঞ্জিত রহিয়াছে। স্ত্রীলোকদিগকে মাটীর ভিতরে ‘তত্ত্বখানাতে’ রাখা হইয়াছিল। তাহার ভিতর পৰ্য্যস্ত একটি গোলা গিয়া, একটি রমণীর মস্ত ক উড়াইয়া লইয়া যায় । সেই গোলীর দাগ, রমণীর শোণিতচিহ্ন, এখনও দেয়ালে আছে। ইংরাজ,জাতির মধ্যে 'হেনরি লরেন্সের মত দেবতুল্য ব্যক্তি ভারতে কখন আইসেন নাই। তাছার স্বয় ভারতের ঃখে নিরস্তুর দুঃখী ছিল। তাহার মত-অনুসারে রাজ্য পরিচালিত হইলে, বিদ্রোহ ঘটিত ु। उिनि गएको रहेप्ड भगाइन করিলে, আজি ভারতে ইংরাজ থাকিত কি না, সন্দেহ। কৰ্ত্তৰোৱ । অনুরোধে তিনি রেসিডেন্সি’ ছাড়েন না যেখানে তিনি §: