পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बबीबकरट्झर्द्र গ্রন্থাবলী । به عوامی* কেশরবাগের পাশ্বেই ছত্র-মজিল। একটু নহে, পাঁচটি গৃঃ লইয়া ভূতপূৰ্ব্ব নবাবদিগের এই বাসস্থাদ নিৰ্ম্মিত। প্রধান ভবনটির শীর্ষদেশে একটি স্বর্ণছত্র.বিরাজিত , তাই ইহার নাম ছত্রমঞ্জিল। পাছুনিৰ্ম্মি ছক্সট এখনও শোভিত রহিয়াছে, নিম্নস্থ গোমতীর সলিলে প্রতিবিস্থিত হইতেছে! কিন্তু সেই ছত্রধর এখন কোথায় ? তাহার রাজ্যের ধে একটি ক্ষুদ্র ছায়া মেটিয়াবুরুজে ছিল, তাহ পর্য্যস্ত বিলুপ্ত হইয়াছে। ছত্র-প্রাসাদের নিম্নগুলের এক কক্ষ এখন সাধারণ পুস্তকালয়। উৰ্দ্ধতলের কক্ষ সকল শ্বেতপুরুষদের ক্লব-ভবন। অন্ত একটি গৃহ এখন মিউজিয়ম-এ অঞ্চলের লোক বলে, “আজিয়ের ঘর” । আবার বলি, হায় পার্থিব সম্পদের ও গৌরবের পরিণাম | - তার পর, পাহা-নিজা দেখিতে যাই। এটিও একটি প্রকাও সমাধিভবন। সিপাহীবিদ্রোহের সময়ে এখানে ঘৈারতর যুদ্ধ হয় বলিয়, এ স্থানটি এখন বিশেষ বিখ্যাত ! এতদ্ভিন্ন, ( বলা বাছগা ) লক্ষেীতে ইংরাজদিগের পার্ক বা পঞ্চবটী উষ্ঠান আছে । সেপ্টেনন্ট গবর্ণরের বাড়ী আছে। পুরাতন রাজপ্রাসাদ সকল দেখিয়া আসিয়া, উহা দেখিতে ঠিক্‌ ষেন একটি কপোতের বাস। বোৰ হয়। ২৬টি ইংরাজতে, যেখানে বিদ্রোহের সময়ে হত্য করা হইয়াছিল, তাংরি উপর এবস্ত একটি স্বতিস্তম্ভ আছে। আর, ৰে শত শত নিরপরাধজগকে ইংরাজের হত্যা করিয়াছিলেন, এখন আর তাহার চিহ্নমাৰ নাই ! স্বাক্ষ প্রতে হৰিৰ হইতে ১২টাৰ দৰে কৰি পৎছি। ডাক্ষাদগাত্তে সংক্ষিঙ্কিং জাহার কবির নগরদর্শনে নাই। এইমাত্র