পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। • ১১৩৩ কিবা বক্ষ মহিমা-পূরিত ! মহিমা নয়নে ভাসে, মহিমা অধরে হাসে, বীর-বষ্ঠ মহিম-সঙ্গীত । পূর্ণচন্দ্র বিভাসিত মুনীল আকাশ সম, কি ললাট মহিম-দৰ্পণ ! ীেবনের পূর্ণতার উচ্ছ্বলিছে মহিমায় রমণীর কি স্বৰ্গ স্বপন ! সুরকাজ কুহকিনী বলেছিল একদিন, এই স্বর্গ হইবে আমার ; মমি দীন কাঙ্গালিনী পাই হীরকখনি, চকোরী পাইবে সুধাধর । যদি নাহি পাইলাম, কেন নাহি মরিলাম

  • হয় ! নাগ চরণে তোমাব ? জীবন স্বপন সং জীবন না পোহুইল, জ্যোৎস্না হইলে অন্ধকার ? রমণীর অভিমন হৃদয়েতে চাপিলাম ;

বিচূর্ণিত হইল হৃদয় । তরঙ্গে তরঙ্গে আসি স্কৃতির-দলিল-রাশি আজি বেলা ভাসাইয়া বয় | উত্তাল এ সিন্ধু মাঝে ছিল মৈনাকের মত অভিমান স্বয় চাপিয়া ; স্কৃতির নিশ্বাসে ক্ষুদ্র, এত দীর্ঘকাল পরে, হয় তাহা গেল কি টুড়িয়া — এ ভগ্ন হৃদয় হায় । অবারিঃ এরূপে কি চলিল ভার্স * : * একি দেখি একি দেখি ! ছিল একমাত্র চিত্র