পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৮৬ নবীনচন্দ্রের গ্রন্থাবলা। ৰিঙ্কিং কৃপা কটাক্ষ পড়িয়ছে। তিনি তুলার উপর ভাল তুলিয়, একটি কুতরের বাসার মত অট্টালিকা নিৰ্ম্মাণ কাইতেছেন। পার্শ্বে একটু পূপেস্থানও দেখিলাম। গৃহটি দেখিয়া আমার বোধ হইল যে, মহারাজের উদ্বেগু যে, উহার চূড়া দুর হইতে দেখা যাইংে, এবং তদ্বারা বাল্মীকির না হউক, তাহার নাম ঘোষিত হইবে। বাল্মীকি এক অমর অদ্বিতীয় মহাকাব্য লিথিয়াও, কোথাও আপনার নাম সন্নিবেশিত করেন নাই। আর মহারাজ ষে তাহার আশ্রমে সামান্ত একটি গৃহ নিৰ্ম্মাণ করিতেছেন, তাহাতেও সৰ্ব্বাগ্রে নামের জন্তে লালায়িত । হায় রে অlমদের দুৰ্গতি । এ অবধি যত স্থান দেখিয়ছি, কোনও স্থান তোমাকে দেখাইতে ইচ্ছা হয় নাই। কেবল মহৰ্ষিং পবিত্র আশ্রমে দাড়াইয়া, জাহ্নবীর দিকে চাহিয়া মনে হইল, তুমি সঙ্গে থাকিলে কত মুখ হইত। অথচ, এ পুণ্য তীর্থটি কোনও বিদেশীয় যাত্রিক দর্শন করে না। এ দিকে ভারতবর্ষে এমন ঘর নাই, যেখানে রামায়ণ নাই, যেখানে স্বামীতার পূজা নাই। কয় জনে বুঝে, . এ পূজা বাল্মীকির অদ্ভুত প্রতিভার । মহর্ষির কৃপা ভিন্ন আজ স্বামসীতাকে কে চিনিত ? লাহোর। তোমার পক্সের জন্য : বাবুল हऎश्! यांभि शब्रिवांछ कि কফিতে তিঃ নাই। উর্দখলে আসিয়া আৰ প্ৰতে লাহােৱে পৌঁছিয়ছি। লাহোরে প্রথম মিউজিয়ম দেখি। বিশেষ কিছু বলি