পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| প্রবাসের পত্র । همه اهد r বার নাই। সমুখে বিখ্যাত ৰমৰম তোপ। হিন্দু ও শিখদিগের সময়ের এইটি সাম্রাজ্যের প্রধান লক্ষণ বলিয়া পরিগণিত । ইংরেজদের সঙ্গে চলেনওয়ালার যুদ্ধেও শিখের এই প্রকাও তোপ ব্যবহার কবিয়ছিল । তোপটি পিতলের, দেখিতে অতি মুন্দর। তাহার পর সার জন লরেন্সের প্রস্তরের মূৰ্ত্তি। ইহাকে ইংরাজ ঐতিহাসিকগণ ভারতবর্ষের ত্ৰাণকৰ্ত্ত বলেন । সিপাহী বিদ্রোহের সময়ে, ইনি পাঞ্জাবের লেপ্টনেন্ট গবর্ণর ছিলেন। র্তাহীর নির্ভীকতা ও বুদ্ধিপ্রভাবে, পঞ্জাব বিদ্রোহে যোগ দেয় নাই । তাহতেই কণ্টকের দ্বারা কণ্টক উদ্ধৃত হয়, শিখদের দ্বারা সিপাহিরা পরাভূত হয়। তাহার এক হস্তে কলম, অস্ত হস্তে তরবার, বীরভাবে দণ্ডায়মান । তাহার পর, সালেমার বাগ দেখিতে যাই। সম্রাট সাহাজাহ্ন এক দিন স্বপ্নে স্বৰ্গ দেখেন। এ তোমার আমার স্বপ্ন নহে, সম্রাটের স্বপ্ন,তাহ বিফল হইতে পারে না। সেই স্বপ্ন-দৃষ্ট স্বৰ্গ স্থাই করিবার জন্ত আদেশ প্রচারিত হইল। মুসলমানদের . স্বৰ্গ সপ্তস্তরবিশিষ্ট। তদনুসারে সপ্ত স্তরে সজ্জিত “সালেমার” উদ্যান প্রস্তুত হইল। ইংরাজ বাহাদুর ঘোরতর পার্থি স্থপরাযুণ। অতএব স্বর্গের উপরের সিঁড়ী চারি স্তর ভাঙ্গিয়া ফেলিয়, নিম্নের তিনটি স্তরমাত্র রক্ষা করিয়াছেন । মরি । মরি! কি কল্পনা ! কি দৃপ্ত স্তরে স্তরে এই তিন স্তর মাটির ভিতর নামিরাছে ! প্রথম স্তরে ‘গেট’ পার হইলে, তাজমহলের সম্মুখে ষেরূপ জল-প্রণালী আছে, সেইরূপ। তাহার দুই পাশ্বে রাস্তা, রাস্তার দুই দিকে মুফল বৃক্ষের উপবন । তাহার পর একটি স্বম্বর বলিয়ার ঘর, সমুখে একটি কৰিম সরোবর । মধ্যস্থলে একটি বসিবার স্থান, অতি স্বস্বর। সরোবরের দুই পার্শ্বে खेनदन । फूडौब खtद आवाद जगमनागौ ७ ॐदन । अपानौcउ