পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । موساد ও সরোবরে, সৰ্ব্বত্র, সংখ্যাতীত ফোয়ারা খেলিতেছে। স্থানটি কি মুশীতল ও শাস্তিপ্রদ ! পর দিবস “সাহার্দরা” দেখিতে যাই। এটি সম্রাট জাহঙ্গীরের সমাধিগৃহ। শুনিলাম, নুরজাহান ইহা পতিভক্তির নিদর্শনস্বরূপ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন। গৃহটি দেখিতে যেন একটি অতি প্রকাও বৈঠকখানা বাড়ী। কোথাও মুসলমানের সমাধির গুম্বেজ নাই। চারি কোণে বহুতল কক্ষবিশিষ্ট, চারিটি উচ্চ স্তম্ভ । তুমি তাজমহলে এরূপ দেখিয়াছ। তাহার উপর হইতে দুৰ্বস্থ লাহোরের ও নিম্নস্থ রবীনদীর শোভা দেখিতে অতি মনোহর। ফিরিয়া আসিবার সময়, কয়েকটি মসজিদ ও রণজিৎ সিংহের— যাহাকে ইংরাজের পঞ্জাবের সিংহ বলেন,—সমাধি দেখিলাম। এটি গৌরবের সমাধি বলিলেও হয়। এই সিংহের ঘরে, হা বিধাত: কি কেবল শৃগাল জন্মিল ? তাহার শেষটি আজ ক্লয়িতে ভিক্ষা করিয়া জীবনযাপন করিতেছেন। . - তাহার পর লাহোরের দুর্গ দেখিলাম। যে সকল গৃহে রণজিৎ থাকিতেন, তাছার সেই প্রিয় শিখ-মহল এখনও বৰ্ত্তমান। তুমি হাজাঞ্চুি আয়না দেখিয়াছ। মনে কর, কতকগুলি কক্ষের ভিতরের o ছাদ, সেইরূপ ক্ষুদ্র ক্ষুদ্র আয়নীর দ্বারা খচিত । একটি গৃহে শিখছিঙ্গের নানাবিধ অন্ত্র সজ্জিত রহিয়াছে। তাহদের বর্শ্ব বা বক্ষন্ত্রাণ ও পৃষ্ঠত্রাণ দেখিয়া বিস্থিত श्देणाभ ।। ५ eणि षाङ्कयञ्च ५द९ ७वप्न ५क ५कई २०७• cनटद्रद्र क्य श्रेंtव न । ७शे ऊाञ्च जणकांरब्रव्र प्रक्र” वावशद्र করিয়া, বাহারা সেই বিস্ময়কর যুদ্ধ সকল কৰিয়াছিল, জানি না, তাহার কি অসাধারণশক্তিসম্পন্ন লোকই ছিল। তাহারা কত প্রকা রের অস্ত্র, বল্লুক ও তোপই প্রস্তুত করিনাছিল আমার চক্ষে জল জাগিল, আৰু মনে হইল,-যুবরাজ ! আজি লে জাতি কোথায় ?”