পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఊse वीनश्वरः। গ্রন্থাবলী । অমৃতসার । তোমাকে অমৃতসরের কথা বলিতে ভুলিয়া গিয়াছি । লাহোর হইতে দিল্লী আসিবার সময়ে, পথে অমৃতসর দর্শন করি। প্রতুল, তাহার একজন মুদীকে আমার সঙ্গে দিয়াছিলেন । আমার গাড়ীস্থিত জনৈক পঞ্জাবী যুবক,-পঞ্জীব বিশ্ববিদ্যালয়ের একজন বি-এ,—উক্ত মুদ্দীর কাছে আমার কথা শুনিয়া বড় আগ্রহের সহিত আমার সঙ্গে আলাপ আরম্ভ করে। তাহার নাম হরিচনা । তাহার পিতা ডেপুটী কালেক্টর, ভ্রাত অমৃতসরের তলশিলদার, সে নিজেও এবার ডিপুটী-কালেক্টরী পরীক্ষা দিয়াছে । প্রতুলের বাসায় ঠিক যেন আমি কলিকাতায় ছিলাম। বাঙ্গাল কথা, বাঙ্গালী আহার, বাঙ্গালী ব্যবহার। আমি প্রতুলকে বলিতাম যে, ইহার জন্য আমার পাঞ্জাব আসিয়া কি ফল ? কিন্তু প্রতুল-ভায়ার সময় নাই যে, আমাকে কোনও পঞ্জাবীর বাড়ী লইয়া গিয়া, পঞ্জাবের আচার ব্যবহার দেখান। অতএব এ যুবকের সহিত আমিও আগ্রহের সহিত আলাপ করিলাম । ফল এই হইল, অমৃতসরে গাড়ী পহুছিবার পূর্বেই, সে আমাকে পাইয়া বসিল । সে আমাকে সঙ্গে করিয়া, সমস্ত অমৃতসর দর্শন করায়, এবং তাছার বাড়ীতে আহার করায় -সে অাহারে বেশ নূতনত্ব আছে। গোলাকার এক চৌকির উপর বসিলাম, এবং গোলাকার আর এক চৌক্তিতে রুট, ডাল, তরকারী এবং মাংস ●वंख्नठि श्रांशंग्रेौञ्च गांभक्षौ यंमृद्ध शहैंण । श्रांभि वफ़ श्रमिट्टक খাইলাম। লোকটি এত ভালহাপাঞ্জানাইল যে, গাড়ী ছাড়িবার সময়েও আমার হাত তাহার হাতে গাথা ছিল। অথচ, এ দিকের বাঙ্গালীর বলেন যে, এ দেশস্থ লোকেরা তাহাদিগকে স্বশ করে। তাই তাহারা তাহানের সঙ্গে মিশেন না।