পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র . . *ష& গিয়াছে। দ্বিতীয় গৃহের ত্রিতল কক্ষে বলিয়, যমুনার শীতল সমীরণ সেবন করিতে করিতে, প্রথম মোগল সম্রাট হুমায়ূন অধ্যয়ন করিতেন। ইহার তৃতীয় সোপান হইতে পড়িয়া, তাহার অপমৃত্যু হয়। মোগল রাজ্য, তাহার পুত্র, প্রাতঃস্মরণীয় আকবর আগ্রায় তুলিয়া লইয়া যান।" ইন্দ্রপ্রস্থের দ্বিতীয়বার কপাল ভাঙ্গিল । ইদানীং ইহাতে একটি গ্রাম বসিয়াছে। বহুবিধ ক্ষুদ্র ক্ষুদ্র ইষ্টকগুহও নিৰ্ম্মিত হইয়াছে। যেখানে সেই বিচিত্র রাজপুরী, সেই অতুলনীয়, ময়দানবের নিৰ্ম্মিত সভাগৃহ ছিল, আজ । সেখানে দরিদ্রের কুটারসমূহ বিরাজ করিতেছে। ভগবানের সেই অমানুষিক লীলার কেন্দ্রস্থান ইন্দ্র প্রন্থের এই দশা । মসজিদের ছাদের প্রস্তরে বক্ষ রাগিয়া, পুরাতন দুর্গের প্রাচীর । দেখিয়া দেখিয়া শোকের ও ভক্তির উচ্ছ্বাসে আমি কাদিলাম । হয় ত, এ স্থানে এখনও সেই নরোত্তমের পদধূলি পড়িয়া আছে –প্ৰহলাদের মত তাহ অঙ্গে মাথিয়া, এই অকিঞ্চিৎকর মানবজীবন সর্থক করি } সকলই গিয়াছে, কেবল এখনও দুর্গের পদমূল ভক্তিভরে প্রক্ষালন করিয়া, যমুনা দেৰী শোকে নীরবে বহিয়া যাইতেছেন। আজ এই পৰ্য্যস্ত । Mannsssssssssst পুরাতন দিল্লী । ইন্দ্র প্রন্থের কথা লিখিয়াছি। ষে অমানুষিক প্রভিভাবলে ভারতে মহাভারত স্থাপিত হইয়াছিল, প্রভাসতীরে অকালে তাহার তিরোধান হইলে, সেই ধৰ্ম্মসুজ্যের ভিত্তি এরূপ দৃঢ়ভাবে ধৰ্ম্মে স্থাপিত হইয়াছিল যে, তাহ কিছু কালের জন্যে কিঞ্চিৎ চঞ্চল হইলেও, दृश् अठांझौ ব্যাপিয়ঃ স্থায়ী श्रॆश्च, ভারতে মুখ ও শক্তির