পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । * করিতেছে। পুরাতত্ত্ববিৎ ইংরাজ বলেন, কুতুব মিনার কুতুবুদিনের নিৰ্ম্মিত। মোল্লাগণ ইহার সামুদেশে দাড়াইয়া, ‘আজাহার" দিবে বলিয়, নিৰ্ধিত হইয়াছিল। হিন্দুধ বলেন, পৃথীরাজের কস্ত যমুনা দর্শন করিবেন বলিয়া, এই স্তম্ভ নিৰ্ম্মিত হইয়াছিল। এই দুইটি প্রবাদের কোনটিই ঠিক বলিয়া ৰোধ হয় না। এই পৰ্ব্বতৰং উচ্চ স্তম্ভে উঠিলে, কথা কহিবার শক্তি থাকে না ! অতএব’মোল্লা সাহেবগণ এত সোপান বহিস্থা উঠিয়া যে আজাহার দিতে পারিতেন, এমন বোধ হয় না। বিশেষতঃ পার্শ্বস্থিত বিপুল কারুকার্য্যখচিত, বিচিত্র, অতুলনীয় হিন্দু দেবালয় ভগ্ন করিয়া, যে মসজিদ নিৰ্ম্মিত হইতেছিল, তাহা শেষ হয় নাই। মসজিদের পূৰ্ব্বে আজাহারের স্থান নিৰ্ম্মিত হওয়া সম্ভবপর নহে। অন্য দিকে, অনতিপরিস্ফুটিতা, কুহমকোমল, পৃথ্বীরাজ-দুহিত। যমুনাদর্শনের জন্য যে এত সোপান বাহিয়া উঠতেন, তাহও সহজে বিশ্বাস করা যায় না। আমার বোধ হয়, চিতোরে যেরূপ কীৰ্ত্তিস্তম্ভ আছে, ইহাও সেইরূপ কোনও বিরাট যুদ্ধের শেষে, পৃথ্বীরাজ কর্তৃক ৰিজয়ের নিদর্শনস্বরূপ নিৰ্ম্মিত হইয়াছিল। কালে ইহা জীর্ণ হইলে, কুতুবুদিন ইহা সংস্কৃত এবং আরবী অক্ষরে শোভিত করেন। আমার অনুমানের প্রধান কারণ এই যে, চিতোরের স্তম্ভ ও এই স্তম্ভটা ঠিক একরূপ । বলিয়াছি, পৃথীরাজের সাম্রাজ্য স্থাপিত হইতেছিল, কিন্তু श्झेण मा। प्रश्द्रौञ्च शहर्षद्र ठेवणप्रखौ $फ़ॉईब, भूनणभांन দিগ্বিজয়ীরা ঘন ঘন ভারতের স্বারে হানা দিতে লাগিলেন ; অনুন শ বার পৃথীরাজের বাহুবলে পরাজিত হইয়া পলায়ন করিলেন। । কিন্তু হায় ! হায় । এমন সময়ে ভারতের চিরকগন্ধ, চিরসৰ্ব্বনাশের কারণ জন্তুর-বিরোধানল জলিয়া উঠিল। পৃথীজীকাতর, কুলাঙ্গার, ৰাজকুৰুপতি জন্মচন্দ্র, মহম্মদ ঘোরীর সঙ্গে ৰোগ দিল। বীর- . 8? -