পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচঞ্জের গ্রন্থাবলী । اسی زبراه স্কুলোত্তম পৃথীরাজ রণক্ষেত্রে পতিত হইলেন। ভারতের কপাল বুঝি চিরদিনের জন্ত ভাঙ্গিল ; ভারতের শেষ স্বর্ঘ্য চিরদিনের জন্য অস্তমিত হইল।” । t বর্তমান দিল্লী । পূৰ্ব্বে তোমাকে যুধিষ্ঠিরের ইন্দ্রপ্রস্থ এবং পৃথীরাজের দিল্লীর কথা লিখিয়াছি। যুধিষ্ঠিরের ইন্দ্রপ্রন্থের প্রাচীর, বৌদ্ধ সাম্রাজ্যের একটিমাত্র লৌহ স্তম্ভ, এবং পৃথ্বীরাজের “পিথোরা”-দুর্গের ভগ্নাবশেষমাত্র বর্তমান আছে। ভারতের বক্ষের উপর দিয়া, এমনই সৰ্ব্বধ্বংসী বিপ্লব চলিয়া গিয়াছে যে, পুৰ্ব্বঙ্কত দেবালয়ের এাণে যে লৌহস্তম্ভটি আছে, লোকে তাহাকে ভীমের o” বলিত। প্রবাদ, কোনও রাজা তাহার মূল দেখিবার চেষ্টা করেন। তাহতে স্তম্ভ হইতে রক্ত উঠে এবং স্তম্ভ “দিলা” হইয়া হয়। “টিল্পী হইতে “দিল্লী" নাম হইয়াছে। কিন্তু স্তম্ভের অঙ্গে যে লিপি খোদিত আছে, তাহ এখন পুরাতত্ত্ববিংগণ ; পডিয়াছেন। তাহাতে লেখা আছে, রাজা ধুব” কর্তৃক, ১,৫•• বৎসর পূৰ্ব্বে ইহা নির্মিত হইয়াছে। সম্ভবত: ইনি বৌদ্ধ রাজা ছিলেন। “দিল্লীর উপর দিয়া এমন বিপ্লব গিয়াছে যে, এ ঘটনাটি পৰ্যন্ত দিল্লীর পরবর্তী অধিবাসিগণ কেহ জানি না। পৃথ্বীরাজের সঙ্গে ভারতের স্বাধীনতা বিলুপ্ত হয়। কুতু দিন প্রভৃতি প্রথম পাঠান সম্রাটের, পৃথীরাজের দিল্লীতে রাজধানী রাখেন । এই ঐতিহাসিক মগশ্বশালৈ, ঈশ্বরের নৈতিক রাজ্যের প্রমাণ, সৰ্ব্বত্রে বিরাজমান রংিস্থাছে । আলাউদিনের পদ্মিনীউপাখান এবং চিডোরস এংশ কর । আর এখানে দেখ, ।