পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । vనs সেই আলাউদ্দিন যে প্রকাও হিন্দু দেবালয় ভাঙ্গিয়া মসজিদ নিৰ্ম্মাণ করিতেছিল, তাহ অসম্পূর্ণ রহিমুছে, তাহার রাজবাটী ধরাশায়ী হইয়া পড়িয়া রহিয়াছে। আফগান রাজ্যের জনৈক অধিনায়কের সমাধি, এখন ইংরাজদিগের “ডাকবাঙ্গলাতে” পরিণত হইয়াছে ! তাহার কবরের প্রস্তরখানি বারাগুীয় পড়িয়া রহিয়াছে । হরি । হরি । মানুষ কেমন করিয়া এমন হৃদয়হীনতার কার্য্য করিতে পারে ? ‘টোগলক সম্রাটের, ইহার কিঙ্কিং দূরে, যমুনাতীরে, নূতন তুর্গ ও নগর নিৰ্ম্মণ করিতেছিলেন। তাহীর ভগ্নাবশেষ পড়িয়া রহিয়াছে। "পথোৱা”-গড়ে, একদিকে এক ব্রাহ্মণ ঠাকুর অর্থ উপার্জনের জন্য মন্দির নিৰ্ম্মাণ করিয়া, “যোগমায়া” নাম দিয়া, এক যোগী পূজা করিতেছেন ; পূজার মন্ত্রটিও জানেন না। অন্ত দিকে টি পুরাতন গোলাকার কক্ষে, ডাকবাম্বল স্থাপিত হইয়াছে। কালের বিচিত্র গতিতে এই মহা বীরভূমির কি পরিবর্তনই ঘটাইয়াছে। ডাকবাজলাতে ৰিশ্ৰম করিয়া, বর্তমান বা নৃভন দিল্লীতে ফিরিয়া আসি। পথে “সপদর জঙ্গের” বিরাট সমাধিমন্দির। তাহার চারিদিকে, বিচিত্র-কারুকার্য্যখচিত আরও অনেকগুলি বহু পুরাতন সমাধিমন্দির বিষ্ণভাবে দাড়াইয়া আছে। এ সকল পার হইয়া আসিয়া নূতন দিল্লী। আফগান সাম্রাজ্যও, কালে মোগল সাম্রাজ্যের ছায়াতে বিলুপ্ত হইল। ভূমি । পড়িয়াছ যে, মোগল সম্রাটের যত্নবংশের সন্তান। প্রথম মোগল সম্রাট বাবর এবং হুমায়ুন, অতি বিচক্ষণ লোক ছিলেন। বীরত্ব এবং স্কি একাধারে সম্মিলিত কয়েছিলেন। যদুবংশের সন্তান বলিয়া হউক, কিংবা মহাভারতের পুণ্য ঐতিহাসিক ভূমি বলিয়াই হউক, তাহারা বিলুপ্ত ইন্দ্রপ্রন্থে রাজধানী স্থাপন করিলেন হুমায়ূন, শের আফগান কর্তৃক পরাভূত श्रेश भश्राप्दइ মরুভূমি