পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । 公冷*芬 গলে, পুনঃসংস্কার করা বহু ব্যয়সাধ্য বলিয়া, ইংরাজরাজ তাহার পর চুন-কাম করিয়া দিয়াছেন। সমাধিটি এখন দেখিতে ঠিব ধন শ্বেতবসনাবৃত শোকাতুর হিন্দুবিধবা। চারি দিকে প্রকাও প্রাঙ্গণ উদ্যানে সজ্জিত ছিল । এখনও দুই চারিটি গাছ । চুল আছে। একটি সুন্দর গোলগুহ সেই প্রাঙ্গণের এক পা:ে এখন ইংরাজদিগের আরামগৃহের কার্য্য করিতেছে । আমি দিন দেখিতে যাই, সে দিন বহুতর সৈন্ত ও তাঁহাদের কা চারীরা বিহার করিতে আসিয়াছিলেন। সেকেনারা বহুক বিশিষ্ট । দুই একটি কৃক্ষে আরও দুই একটি কবর আছে। জা বর মনে করিয়াছিলেন, তাহার উদ্ধার রাজনীতিইলে হিন্দুমুহ ম’নকে মিলিত করিয়া যে সাম্রাজ্য স্থাপন করিয়া ছন, ত্ব অক্ষয় হইবে । কক্ষে কক্ষে তাহার উত্তরাধিকারিগণের ব হইবে । তিনি জানিতেন না যে, তিন পুরুষ না যাইতে, আ জিব সেই নীতির বিপৰ্য্যয় ঘ টাইয়া, সেই সাম্রাজ্যের ধ্বং পথ পরিষ্কার করিয়া যাইবেন। আজ সেকেন্দরার সমুদয় । শূন্ত পড়িয় আছে। প্রাঙ্গণের বহির্ভাগে আর একটি প্ৰ বিশিষ্ট ক্ষুদ্র দ্বিতল ভট্টালিব আছে। শুনিলাম, আক মৃত্যুর পর, তাহার পত্নী, যোধপুররাজকন্ত, ষোধা বাই ই বাস করিতেন। মুসলমানী হইবার পরও, রাজপুত মছি হিন্দুরমণীর পাতিব্রত রক্ষা कब्रिrउन । 碑 অপরান্ত্রে প্রথমতঃ মুনা পার হইয়া “রাম বাগ” বা " বাগ" দেখিতে যাই। এটি যমুনার উপর একটি বৃহৎ উ যমুনার গর্ভ হইতে ইহার প্রাচীর সংলভাবে উঠিছে! অহার পর এতমান্ধেলা দেখিতে যাই। এটি মুরজা মাড়ার এবং পিতার সমাধিগৃহ। সেই ভুবনমোহিনীর জননী পাশাপাশি নিদ্রা যাইতেছেন। সমাধিটি অপেক্ষারু