পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ۰ دهد: হইলেও, শ্বেতমশ্বর প্রস্তরের এরূপ সুচারু অট্টালি ক্ষা; যেন আর দেখি নাই। ঠিক যেন একটি ছবি। চারিদিকে মুন্দর ফলপুষ্পের উদ্যান এখনও রক্ষিত হইয়াছে। fy তাহার পর যমুনা পার হইয়া অসিা, জগদ্বিখ্যাত তাজমহল এ জীবনে দ্বিতীয় বার দেখিতে যাই। তাজ ভূমি দেখিয়াছ, মতএব তাহার কথা আর কি লিখিব ? যিনি তাজ দেখিয়ছেন. তিনি যিনিই হউন, মোহিত হইয়াছেন। এক জন লিথিয়াছেন,— “তাজ প্রকৃতই একটি কবিতা। উহা কেবল স্থাপত্যের একটি বগুদ্ধ আদর্শ নহে ; উহা এরূপ স্বষ্টি ষে তাহাতে কল্পনার পরিতৃপ্ত হয়, কারণ সৌন্দৰ্য্যই উহার বিশেষ লক্ষণ। ভূমি কি খনও আকাশে দুর্গ নিৰ্মাণ করিয়াছ ? এই দেখ, এইটি আকাশ ইতে মৰ্ত্তে আনীত হইয়াছ, এবং অনন্তকালের বিশ্বরে ন্তি এখানে স্থাপিত হইয়ছে। তথাপি উথ এমনই গৰুझि. ५क्षमं दाशू९ ८द५ श्, सूत्र श्ञैःख शिलि, डैश्व । গণম্পনী চূড়াবলীদহ এখনই শিশির এাং স্বর্যালোকে নিৰ্ম্মিত ট্রলিক, স্বৰ্যকিরণে ফুটনো। এ টি রজতবিম্ব বলিয়া বোধ হৎ উহাকে স্পর্শ কiিবার এবং উহার চূগতে চড়িার পরও, ছা প্রকৃত কি না তোমার মনে হয়।” প্লীমেন বলেন – ঠাজশনের পর, আমি আমার স্ত্রীকে অট্টালিকাসম্বন্ধে স্তাহার ত জিজ্ঞাসা করি। তিনি উত্তর করিলেন, আমি কি মনে কৰি, হা তোমাকে বলিতে পারি না, কারণ এরূপ একটি অট্টালিকা আলোচনা করিবার শক্তি আমার নাই। তবে আমার হৃদয়ের ৰ তোমাকে বলিতে পারি। এরূপ একটি সমাধি পাইবার ৰু আমি কাল মরিতে পারি।" তাঙ্গ দর্শন কবিয়া যে পথে গমকে লইয়া বেঢ়াইছিলাম কেবল সেই পথেই বেড়াইলাম । স্থানে তোমাঙ্গে লইয়া বসিয়ছিলাম, কেবল সেই স্থানেই