পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । ఏ :) বসিলাম । ੋਕੜ অন্ত পথে যাইতে কি অন্য অংশ দেখিতে আমার প্রবৃত্তি হইল না। সেই পূৰ্ব্ব-দৰ্শন-স্মৃতিতে এবং আর একখানি মুখের স্মৃতিতে আমি বিহবল হইয়া উঠিয়াছিলাম । তাহার পর আগ্রার দুর্গ দেখিতে গেলাম। এই দুর্গ আকবর নির্মাণ করিয়াছিলেন। মুসলমানেরা বলেন, তিনি এই নগরের নাম এ জন্তে আকববরবাদ রাখিয়ছিলেন। তাহ হইতে আগ্রা । হিন্দুর বলেন, “অগ্রবণ ইহার পুর্ব নাম ছিল, তাহা হইতেই আগ্রা। দিল্লীর মত আগ্রাতে ঠিক সেইরূপ দেওয়ান-আম, , দেওয়ান-খাস, শিশমহল, মতি মসজিদ, দুর্গের বাহিরে জুম্মা মসজিদ পৰ্য্যন্ত আছে। তবে আগ্রার অট্টালিকাগুলি অপেক্ষাকৃত বড়। কিন্তু দিল্লীর অট্টালিকা আমার চক্ষে অপেক্ষাকৃত সুন্দর বোধ হইয়াছিল। গৃহ সকল ঠিক দিল্লীর মত যমুনার তীরে অবfত, ঠিক সেইরূপ– ' পড়ি জল নীলে বল সৌধ ছবি “অমুকরিছে নভ অঞ্জন ও * দেওয়ান-খাসের ও স্নানাগারের মধ্যবৰ্ত্তী প্রাঙ্গণে এক পাশ্বে একটি কৃষ্ণ এবং অল্প পার্শ্বে আর একটি শ্বেতমর্থর আসন রক্ষিত হুইয়াছে। আমাদের পাণ্ডা বলিলেন, প্রথমটিতে স্বয়ং আকবর এবং দ্বিতীয়টিতে তাহার হিন্দুমন্ত্রী খ্যাতনামা বীরবল বসিয়া সন্ধি গগণতলে যমুনার লহরী দেখিতে দেখিতে মন্ত্রণ ও গল্প করিতেন। যাট সুর্য্যাগ দিল্লী জয় করিয়া প্রথম আসনে বলিলে, অসন মনোদুঃখে বিীর্ণ হইয়া যায় এবং রক্ত উদিগরণ করে। পাণ্ড সেই বিদীর্ণ রেখা ও এ টি লাল দাগ রক্ত বলিয়া দেখাইলেন। অন্যদিকে অন্ত:গুবকক্ষের সংলগ্ন, রক্তপ্রস্তরে নিৰ্ম্মিত, আর একটি প্রকাও অন্তঃপুৰ মহল আছে। এটি রাজপুতকস্তা বোধ বাইরে । মহল ‘বলিয়া খ্যাত। তিনি মুসলমান মহিষীগণ হইতে স্বতন্ত্র