পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৫৬ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। ছিন্ন লতা মত ঢলি পড়িল ভূতলে । মাটিতে রাথিয়া বুক, কঁদিতে লাগিল বাম, স্নেহময়ী বম্বন্ধর তিতি নেত্রজলে । *অভিমান ! অভিমান ! ওরে ! একি কথা, একি কথা তোর ?— পাবি না-রে পাবি না রে স্থান ; মরীচিক হইবে রে ভোর ” নাহি পাই, নাহি পাই যদি র্তাহীর চরণে"আমি স্থান, লইয়া হৃদয়ে পা দু’খনি তেয়াগিব এ নিরাশ প্রাণ। হায় নাথ ! যেই জলধর ঢালে বিশ্বে অমৃত-আসার, একটি তাপিত লতা বুকে । 4 , সে কি বঞ্জ করিল প্রহার ? · যেই দিনমণি বিশ্বময় থোলে নিত্য শোভার ভাণ্ডার ; · সে কি এই কুমুদিনী প্রাণে করে এই মরু আবিষ্কার ? যেই অগ্নি পতিত-পাবন, - জগতের আনন্দ-বৰ্দ্ধন, পতিত এ পতঙ্গিনী তরে সে কি হায়ু ! কেবল দাহন ? শুনি তুমি দয়-পরাবার, গুনি তুমি প্ৰেম-অবতার ; পতঙ্গেও পায় তব দয়া,