পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 s > * ৰবীনচন্দ্রের গ্রন্থাবলী । বিজ্ঞানে নিতান্তু অপটু ছিল, ५भन cयjष इड्रेण न । डेहब्रहे পাশ্বে আবার প্রকাও অন্তঃপুর-মহল । তাঁহাতে যাবতীয় অন্তঃপুরবাসিনী ৭ বাস করতেন । মাজ তাহ ব্যান্ত্রের বাসস্থার্ম হইয়াছে। কালের ও মানব-অষ্টের কি বিচিত্র গতি! শুনিলাম, ব্যান্ত্রে সম্প্রতি মানুষ মারিয়াছে। তাই বাঙ্গালী বীরমন্ত্রী, অন্তঃপুরমহলের প্রবেশ দ্বার রুদ্ধ করিয়া, অন্তঃপুং-মহলে ব্যাস্ত্রদিগের নিৰ্ব্বিবাদ অধিকার করিয়া দিয়াছেন। বীরকৃগৰ্ষভ মানসিংহ এই আম্বের-দুর্গ ও নগর নিৰ্ম্মাণ করেন। ষে মানসিংহ कांबूल ट्हे८ङ }বঙ্গদেশের যশোর পর্যন্ত বিজয় করেন, যাহার অসির નડાકાન আকবরের মোগল সাম্রাজ্য স্থাপিত ছিল, যে আম্বেরের নামে সমস্ত ভারত আসিন্ধু হিমাচল কম্পিত হইত, এবং হাকে মোগল সম্রাট আৰবর পয্যন্ত ঈর্ষ্য ও রাগরক্ত নয়নে দর্শন করিতেন, আজ সেই আম্বেরের, সেই মানসিংহের আম্বেরের এই অবস্থা। গহার অন্তঃপুর ব্যাঘ্ৰপুরে পরিণত হইয়াছে। মানসিংহ, তোপের খে বীরকুলতিলক প্রতাপসিংহকে অপমানের উত্তর দিছিলেন, তাপের মুখে চিতোর ধ্বংস করিয়াছিলেন । আজ চিতোরের ' * দশ, তাহার প্রাণপ্রতিম আম্বেরেরও সেই দশা ! কাল, মুৰাগরের ও পাপের কি ভীষণ পরীক্ষক ও দণ্ডবিধাতা । মেরে স্থিত বাৰবাটর শীর্ষক হইতে, পৰ্ব্বতমালায় #ತ, ভগ্নগৃহপূর্ণ হত গৌরব আম্বের, এবং পার্শ্বস্থিত জয়পুর দধিতে দেখিতে, হৃদয় কি বিবাদে, কি গাম্ভীর্য্যেই পরিপূর্ণ ইয়াছিল। এখনও শৃঙ্গে শৃঙ্গে হর্গ বিরাৰিত। ঠিক যেন {াণশূন্য শব, ঠিক যেন বীরপুরুষের দেহ-কঙ্কাল শৃঙ্গে শৃঙ্গে দুখ হইতেছে। তাছার ভিতর ছিন্ন বস্ত্রে, ভর অন্ত্রে জ্জিত, কতকগুলি শৃগালকুক্কুরাম সৈন্য আছে। দেখিলে ੇ ঘৃণা হইবে । সেই জনে, এ সকল দুর্গে প্রংেশ নিষিদ্ধ।