পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখাইয়ু বলেন, “এই ব্যক্তি ঘুস না পাইলে আমাকে গলায় ধাক্কা দিয়া রাজবাটীত্বে প্রবেশ করিতে তিন, এই কৰ্ম্মচারী সুস না । পাইলে আমার ইরাবাসী সহচরদের সঙ্গে সূক্ষ্যৎ করিতে দিত না। রাজকৰ্ম্মচারীদের সঙ্কুলের দোষগুণ আমি জানি এবং রাজনীতি, সকল কি কৌশলে ব্যর্থ করিতে পারা যায়, আমি তাহাও জানি, অথচ তিনি সিংহাসনে বসিয়া একটি কৰ্ম্মচারীকেও কৰ্ম্মচ্যুত করেন নাই । একদিন সংসার বাবুৰ্কে দেখাইয়া, তাহার পরিচারকবর্গের সমক্ষে, সংসার বাবুর ছোট ভাই পূর্ণ বাবুকে বলেন—“তোমার যে এই দাদটি দেখিতেছ, ইনি বড় সহজ পাত্র নহেন। ইনি স্কুলে আমার শিক্ষক ছিলেন। জাম"কে মারিবার জন্ত বলিতেন, SSBBBB BB S BB BB S BBBBS BB BBBB BBBB কোই ক্য। হাত লাতায় ? আমি প্রাণীস্তে হাত বাড়াইতাম না, এবং উনি মারিতে আসিলে, আমি টেবিলের চারিদিকে ঘুরিতাম। উনি তাড়াইয়া তাড়াইয়া আমাকে মারিতেন। আমি এক এক বার মনে করিতাম, ধরিয়া হাড় গুড়া করিয়া দি । এখন করষোড় করিয়া আমার সমক্ষে দাড়াইয়া আছেন। আর এখন যদি আমি বলি, ‘হাত লাও ’-বাপ ! কি মারটাই আমাকে মারিয়াছে।” সকলে হাসিতে লাগিল। সংসার বাবু ও হাসিয়া বলিলেন—“মহা- ৷ রাজ ! আমি যদি জানিতাম, তুমি জয়পুরের মহারাজ হইবে, আমি তোমাকে আরও বেশী করিয়া মারিয়া শিক্ষণ দিতাম।” দেখিলে, যেমন শিষ্য, তেমনি গুস্ক কিনা ? এখন তিনি সংসার বাবুকে ছায়ার মত সেঙ্গে রাখেন, এবং এক জন সামান্য লোকের স্তায় যখন তখন কাস্তি বাবুর বাড়ী ধান। এই দুই গল্পে তুমি লোকটি কি প্রকার চতুর, তেজস্ব ও সম্বলয়, তাহা বুধিতে পরিবে । 泌