পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাদের পত্র । SS(t কথঞ্চিং মসজিদের শুরুতি করা হয়। ইহার নাম সেই জন্ত ২ দিনের ঝোপরা । সেই দেবালয়ের প্রাচীর, স্তম্ভ, ছাদ, কারুকাৰ্য্যে এখনও শোভা পাইতেছে। বোধ হয়, এই দেবালয়ের প্রস্তরের দ্বারা পার্শ্বস্থিত দরগা নিৰ্ম্মিত হয়। কবরের চারিদিকে রূপার রেলিং। প্রশস্ত প্রাঙ্গণের এক সীমাতে বাদসহ আকবর ও সাহাঙ্গান নিৰ্ম্মিত মসজিদ, দেওয়ান খাস ইত্যাদি গৃহ বৰ্ত্তমান আছে। প্রবাদ, সমস্ত একটি শিবালয় ছিল । কাপুরুষের দেবতাও কাপুরুষ হইয়া থাকে। কাল পাহাড়ের ভয়ে শিব পাতালে প্রবেশ করেন। মুসলমানেরা বলেন, ফকির এই পথে তিরোহিত ইয়াছিলেন । এই দরগাতে দুটি প্রকাও তামার ডেক, ছুটি ষ্টকনিৰ্ম্মিত চুল্লির উপর বিরাজ করিতেছে। দেখিতে যেন এক একটি ক্ষুদ্র পুষ্করিণী। ১৫০০ এবং ৯০০ টাকা ব্যয় করিলে, হৈার এক একটিতে খিচুটী পাক হয়, এবং লোকেরা কম্বল ছড়াইয়া ঝাপ দিয়া ਅਚਿੰਂ। তাহা লুটিয়া খায়। . একটি শোক-ইতিহাস ইহার সঙ্গে জড়িত আছে। আলউদ্দিন চিতোর জয় করিয়া, এক ঘোড়া রজত-খচিত চন্দনের পাট, একটি পিস্তলনিৰ্ম্মিত প্রদীপের বৃক্ষ বা ঝাড়, এবং দুইটি নাকড়িা এখানে আনিয়া, তাহার বিজয়পতাকা চিহ্ন-স্বরূপ প্রকাগু স্থানে রাখে । তাহা এখনও আছে। অপমানে, অভিR!ça, চিতোরাধিপতি প্রতিষ্ক করেন যে, যে পর্যন্ত তাহ উদ্ধার করিতে না পরিবেন, সে পৰ্য্যস্ত মেবারেশ্বর আজমীরে প্রবেশ করিবেন না । তিনি বহু যুদ্ধেও এই প্রতিজ্ঞাপালন করিতে পারেন নাই। রাজপুতনার সেই স্বর্য অন্ত গিয়াছে, তথাপি, উদয়পুরের রাণ একবার ইংরাজ কর্তৃক বাধ্য হইয়া এখানে আসিয়াও নগরের বাহিরে ছিলেন, মধ্যে প্রবেশ स्रबन नाडे । '