পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাদের পত্র | >aミ、° জয়ন্ত ত উৰ্দ্ধে ৯ উড়িবেই, তাহাতে আবার আশ্চর্যের ३६ कि ? - - চিতোর կ» এ পত্রে চিতোরের কথা লিখিব। কারণ, চিতোরের কথা তুমি নিতে বোধ হয় নিভত্তি উৎসুক হইয়া রহিয়াছ। কিন্তু কি লখিব ? চিতোরের নাম করিতেই আমার হৃদয় কি শোকের ও তির উচ্ছ্বাসে পূর্ণ হয়, তাহ বলিতে পারি না | নিশীথসময়ে চিতোর ষ্টেসনে উপস্থিত হই। আমাদিগকে গৰ্ব্বাঙ্গাল দেখাইয়া দিবার জন্ত, ষ্টেসনে একটি লোক চাহিTাম। শুনিলাম যে, এই অল্প পথটুকু যাইতেই পথে এত ভেড়িযু (নেকড়ে বাঘ ) যে, গলায় কামড়াইয়া ত ধরেই, তাহা ছাড়া, “ছোড়ত। ৰি নেহি ।” কেহ প্রাণাস্তে ধইতে স্বীকার করিল না। ইহাতেই তুমি বুঝিতে পরিবে, কি বীরভূমি, কি অরণ্য ও কাপুরুষের বাসভূমি হইয়াছে। কাষে কাষেই সে বারি, ষ্টেসনের মেজেতে পড়িয়া কাটাইলাম। গ্রাতে চিতেসুস্থ 'হাকিমে'ক নিকট হইতে হস্তী এবং পাশ লইয়া আমরা দুর্গ দর্শন কংিভে যাই । দুর্গপদ্ধমূলে এখনও একটা গ্রাম আছে। এই গ্রামট পার হইয়। আমরা চিত্তোরশৈলে আরোহণ করিতে আরম্ভ করি । আরাবলী গিরিশ্রেণী ঃইতে একটী পৰ্ব্বত স্বতন্ত্র হইয়। পডিয়াছে। তাছাই চিতোর হর্গ। অতি প্রশস্ত পথ, ঘুরিয়া শৈলশেখরে উঠিয়াছে। পৰ্ব্বতট রাজগিরের পর্বতের মত প্রস্তুরময়। ক্রমে মুম্বার, হনুমানদ্বার, শৈশদ্বার, দুটা ঝুলনার,