পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । ృషి శ్రీ বরদায় দেখিয়র জিনিস দুই। রাজবাড়ী এবং গুর্জরী। গুর্জর ও গুজরাটের কামিনীকুমুমের সৌন্দর্য্যেন্ম গীত সময়ান্তরে লিখিব। বরদীর মহারাজকে গাইকোয়ার বলে । অর্থ, গাভীরক্ষক । গো ব্রাহ্মণ এক । অতএব রাজার উপাধি গভীরক্ষক বলিয়া এক জন ব্যাখ্যা করিলেন । আমার বোধ হয়, মহারাষ্ট্র ভূপতির গাম্ভীরক্ষক ছিলেন বলিয়া, গাইকোয়ার নাম হইয়াছে। তেমনি তাহার মন্ত্রী বা পেশকার ছিলেন বলিয়া সেতার এবং পুণার রাজার নাম পেশোয় ছিল। . শিবাজীর উত্তরাধিকারীর হীনবল হইলে, পেশোয় এবং গাইকোয়ার স্বাধীন নরপতি হন । আমার এ অনুমান কত দূর সত্য, জানি না। বর্তমান রাজার নাম জিম্বাজী গাইকোয়ার। ভূতপূৰ্ব্ব গাইকোয়ার জনৈক ‘পলিটিকেলে’র বিষচক্ষে পড়েন, এবং তঁহীর চক্রাস্তে রাজ্যচ্যুত হইলে, তাহার দূরসম্পৰ্কীয় একটি দরিদ্র বালককে ইংরাজ গবৰ্ণমেণ্ট এই বৃহৎ রাজ্যের অধিকারী করেন। ইনিই বর্তমান গইকোয়ার। বরদা হইতে কিঞ্চিং দুরে মাখনপুরা’ রাজবাটী নামক এক বৃহৎ রাজপুরী আছে । খাণ্ডেরাও গাইকোয়ার এখানে পাশাপাশি চুইট অট্টালিকা নিৰ্ম্মাণ করেন । বর্তমান গাইকোয়ার তাহার পার্শ্বে তিম লক্ষ টাকা ব্যয় করিয়া আর একটী অট্টালিকা নিৰ্ম্মাণ করিয়া এখানে বাস করিতেছেন। নগরের মধ্যে আর এক রাজবাড়ীতে অন্যান্য রাজমহিলারা বাস করেন। মাখনপুরার তিনটা অট্টালিকা এক শৃঙ্খলে গাথা, এবং আবর্তি এক গৃহপথ দিয়া নূতন অট্টালিকা হইতে পুরাতন অট্টালিকতে যাইতে পারা যায়। পুরাতন চুটী বৈঠকখানমাত্র, এবং নূতনটা অন্তপুর। বছল ইংরাজি উপকরণের দ্বারা সকল অষ্ট্রলিক সজ্জিত, বিশেষত: ; অন্তঃপুরমহলের সজ্জ। কল্পনাতীত । , ধে সকল রাজবাড়ী দেখিয়া আসিয়াছি, ইহার তুলনায় কিছুই