পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী। ميال جلا নহে। আমাদের সৌভাগ্যক্রমে, মহাগজ ফুীৰ শৈলবিহারে গিয়াছিলেন। সমুদয় গৃহ জনশূন্ত। সহকারী মন্ত্রীর আদেশে, আমরা মহারাজার শয়নকক্ষ পর্য্যম্ভ নয়ন ভরিয়া দেখিলাম। দেখিবে কি, যে দিকে নয়ন ফিরাইবে, চক্ষু ঝলসিয়া যাইবে । বোধ হইল, মহারাজা ইউরোপীয়ের মত্ত থাকেন। স্বানাগার পর্য্যস্ত উৎকৃষ্ট মৰ্ম্মত্ত্বের ইউরোপীয় উপকরণে সজ্জিত। নাচক্ষে বাহা দেখে নাই, তাহাওঁ আমরা দেখিলাম। একট কক্ষের প্রাচীরে এক বৃহং তৈলচিত্রে কি ভূবনমোহিনী मूर्डिंह नैड़िाईश द्रश्चिाहरु । शने भक्षुद्राक्षाद भूड श्रागै। शकौशहै। এই চিত্ৰখানির প্রতি আমরা বহুক্ষণ নিমেষশূন্ত চিত্ৰবৎ চাহিয়া ছিলাম। চিত্ৰখানি মানুষের বলিয়া ও বোধ হইল না । কি মুখ, কি চোক্‌, কি শরীরের দীর্ঘগঠন, কি চম্প - কোরক-নিষ্ঠ বর্ণ, কি অতুলনীয় অঙ্গভঙ্গী, কিছুই যেন মানুষের বগিঃ বোধ হইল না। আমাদের বোধ হইল, যেন একটা রূপের স্বপ্ন দেখি তেছি । মহারাষ্ট্রীয় বেশে চিত্রধর্মী ভূষিতা । সম্মুখের কুঞ্চিত কেঁচাগ্র, সন্মুখ হইতে বঙ্কিমভাবে পদ মধ্য দিয়া অসাবধানে পশ্চাৎ দিকে পড়িয়া কি শো শুরুই বিকাশ করিতেছে! জয়পুরের আয় ৬ লক্ষ, বোধপুবের ৪ লক্ষ, এবং বরদার ১ ক্রোয় ! যদি বিধাতা আমাকে বলিতেন, ভূমি ५ श्मौं ह्रांशुं, किं ददृतः । निःशंश्म प्रश्, अपि षङ्गाननि:न এই পার্থিব রাজ্য ন চাহিয়, এই ক্ষপার্থিব রূপরাজ্য ভিক্ষ চাহিঙাম। ভৃত্যের লিগ, চিত্র কিছুমাত্র অত্যুক্তি নাই। তাহার উহাকে স্বচক্ষে খেছে। মবার যেমন রূপ, তেমনই মন, তেমনই স্বা। ভৃত্যগণ এখনো তাহার জন্যে হাহাকার করি তেছে। তিনি একটামাত্র পুত্র রাখিা গিয়াছেন। শিশুটার তৈলচিত্র অন্য কক্ষে দেখিলাম। যদিও মার সম্পূর্ণ রূপ পা