পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । 》踪°> , नारे, গুণুি বি । মরি। কি রূপ। শিশু তনহে, যেন একটা স্বৰ্গীয় কুমুমকোরক। কক্ষত্তরে মহারাজার বর্তমান মহিষীর একখানি অসম্পূর্ণ তৈলচিত্র দেখিলাম। তিনিও কিছু কুৎসিত নহেন । তথাপি, এই মোহিনীর ছায়াতে র্তাহাকে কি কুৎসিতই দেখাইল। ভূত্যেরাও আমাদের মতের প্রতিপোষণ করিল। এই রমণীরত্বের দৃষ্টিতলে, এবং তাহার শিশুপুত্রের মুপথনি দেখিয়া, মহারাজ যে কি প্রকারে দ্বিতীয় রমণীকে তাহার স্থলাভিষিক্ত করিয়াছেন, আমি ত বুঝিতে পারি না । কৰ্ম্মচারী বলিলেন, রাজকাৰ্য্যে অধিক পরিশ্রম নিবন্ধন গাইকোয়ারের শিরোরোগ হইয়াছে ! তাই তিনি বারংবার ইউরোপে ও শৈলে শৈলে এমন করিয়া বেড়াইতেছেন। মধ্যে সংবাদপত্রে দেখিয়ছিলাম যে, তিনি উন্মত্ত হইয়াছেন । আমার . মতে, কাৰ্য্যাধিক ইহার কারণ নয়, এই স্ত্রীবিয়োগই ইহার কারণ। কিন্তু এ হেন ইন্দ্রপুরীতেও মহারাজার সাধ মিটাল না । আর,একটা কি অপূর্ব রাজবাটাই প্রস্তুত হইতেছে । ইহাতে ২৫ লক্ষ টাকা ব্যয় হইয়া গিয়াছে । সম্পূর্ণ হইতে আরও ২৫ লক্ষ লাগিবে। ষে ইহার কল্পনা করিয়াছিল, সে এক জন অদ্ভুত করি। ময়দানব তাহার শিষ্য হইবার যোগ্য নহে । আমি ইহার কি বর্ণনা করিব ? প্রথম একট প্রকাও ত্রিতল উচ্চ হল । তাহার পর প্রাঙ্গণ বেষ্টয়া গইকোয়ারের বহির্থহল, তাহার পর অন্তঃপুরমহল। এই উভয় भश्ण, হলের সমান উচ্চ, ত্রিতল । মহলে মহলে প্রাঙ্গণ বেষ্টিয়া অসংখ্য কক্ষ । এক একটী কক্ষ, এক একটা গৃহ বলিলেও চলে,-এত প্রশস্ত। চিতোরের কীৰ্ত্তিস্তম্ভে'র মত একটা স্তম্ভ, ত্রিতল ভেদ করিয়া গগনমার্গে উঠিা কি অপূর্ব শোভাই ধারণ কৰিয়ছে! স্তম্ভটা দশ কি দ্বাদশ তল। তবে, চিতোরের তলায় তলায় মধ্য কক্ষে এক একটা