পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ .o - | يستعميم - - - ఫి88 ε شابة. গৃহ নানারূপ বারাণ্ড ও নানারূপ কোণবিশিষ্ট । আস্তৃতিবৈচিত্ৰ্য বড় মনোহর। বোম্বাই নগরের দুইটা বিশেষ লক্ষ। অধিকাংশ জটালিকার সর্বোচ্চু তলার ছাদ খোলার, ७द९ कूण अउि विद्रण । সমুদ্রের লবণাক্ত বাতাসে ফুল বঁাচে না, বোধ হয়। সমুদ্রানিল সলিলসিক্ত বলিয়া বোম্বাই অঞ্চলে গ্রীষ্মের প্রখরতা নাই, এবং লবণাক্ত বলিয়া শীতেও প্রধলত নাই। এই পৌষ মাসের মধ্যভাগেও আমরা কিছুমাত্র শীত অনুভব করিলাম না। এ জন্যেই কবির মলয়াচলকে চিরবগপ্তের আলয় বলিয়া বর্ণনা করিয়াছেন, এবং এই জন্তেই মলয়ানিলের এত গুণগান। তবে এ বসন্ত शृ-शैन cदांश इहेज, 4द९ ७ प्रणब्राष्ट्ण 5लनबूझ खै छूछन माई বলিয়া তারাচরণের দৃঢ় বিশ্বাস,—মগয়াচল ব্রহ্মদেশে । জানি না, সেই চিরবসন্তের দেশে থাকিয় তোমার ভায়া কি দারুণ বিরহস্বস্তুপই ভোগ করিতেছেন । ‘জাগিবোট ভাড়া কম্বি, সমুদ্রগর্ভস্থ এলিফেণ্ট ৰ হস্তিগুম্ফা-দ্বীপ দেখিতে গেলাম। এই সমুদ্রবিহার আমি এজীবনে ভুলিব না। স্থানে স্থানে খণ্ড-পৰ্ব্বত সমুদ্রগর্ভে বেন এক একটা মোল কিংবা এক একখানি মুখের মত ভাসিতেছে। তাহার মধ্য দিয়া আমাদের তরণী ধীরে ধীরে চলিং স্বইতেছে। কোনো খণ্ড-শৈলে ইংরাজাজ বোম্বাই রক্ষণ ধ অস্থাগার, কোথাও বা বারুদাগার নির্মাণ করিয়াছেন।. শ্বেত জটালিকাটার হইতে দেখিলে বোধ হয়, বেন একটা রাজহংস গিরিশিরে বসিয়া সমুদ্র শোভা দেখিতেছে। স্থানে স্থানে যুদ্ধযান এবং বৃহৎ বৃহৎ ৰাষ্পীয় ধান সকল সগর্কে ভাসিতেছে। আমদেৱ ক্ষুদ্ৰ ভৱন হংসিনীর মত ভাষার গার্শে ক্রীড়া করিতে করিতে চলিছে। বহু দূর গিয়া পশ্চাৎ ফিরিয়া দেখিলাম—-