পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । ১৯৬১ পোষাক-প্লাজাম, পিরাণ এবং চাদর। পায়জামা ইঁটু হইতে পা পৰ্য্যন্ত পায়ের সঙ্গে অ টি। হাটুর উপৰ টিলা । পিয়ণটি প্রায় হাটু পর্যন্ত পড়ে। শুনিলাম, মুন্দরীর শয়ন করিবার সময় পায়জামা একেবারে খুলিয়া ফেলিয়া কেবল পিরাণটি মাত্র অঙ্গে ধারণ করেন। পিরাণটি ইংলণ্ডীয় ললনাদের নাইট্র সার্টের । ফাৰ্য্য করে। • , বঙ্গ মুন্দরীদের মত ইহাদের পর্দা আছে, তবে অপেক্ষাকৃত ইহারা স্বাধীন এবং সে স্বাধীনতায় কিঞ্চিং বীরত্ব আছে । একটি গল্প বলিব। হরিদ্বার হইতে গাড়ী আসিয়া লুস্কর ষ্টেশনে পছছিল। এখানে অন্ত গাড়ীতে যাইতে হয়, এবং তাহ আপিতে প্রায় দুই ঘণ্ট বিলম্ব হয়। আমি গাড়ীর পাশ্বে প্ল্যাট্রফরমে বেড়াইতেছি। এক জন মধ্যবয়স্ক পঞ্জাববালিনী. আমাকে আহ্বান করিলেন। মুখ ফিরাইয়া দেখিলাম, উহার পর্শ্বে জলন্ত অগ্নিশিখানিম্ভ একটি পুর্গকিশোরী কন্স। মুখখানি কি ল্যুটনোমুখ কমলকোরকের শোভার স্তায় নয়ন মোহিত করিতেছে । অৰ্দ্ধবয়সী আমার সঙ্গে অসঙ্কুচিত ভাবে আলাপ করিলেন । * * * এই নবীন পরিচিতার সীেবছৰণ ৰেণ কৌতুকে কাটাইলাম। তাহীর পর অন্ত গাড়ী আসিয়া পহছিল । আমার গাড়ীতে জিনিষ তুলিয়া আমি দ্বারের কাছে প্ল্যাট্রফরমে ধাড়াই আছি , পিঠে কি কোমল হাত লাগিল। ফিরিয়া দেখিলাম, মাতা ও কক্স। যুবর্তী বললেন,-সাহেব আমাকে আমার গাড়ীতে খুলিয়া দেও'। আমি আজ্ঞা প্রতিপালন কবিশৰ। তখন হুকুম ইল-“আমাৰ ৰ পিতাকেও স্থনি ৱিা আইল" আমি বলিলাম, “আমি তাহার বৃদ্ধ পিতাকে কি একারে চিনির " এমন সময়ে বৃদ্ধ আসিয়া স্ত্রীলোকের গাড়ীতে একটা মোট দিয়া ছুটিল। কোনও গাড়ীতে স্থান নাই। বৃদ্ধ,