পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ఫిల8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । w ছাড়া, ইহাদের মধে, তন্ত্রী গুণমা’ প্রায় দেখিতে পাইবে না । গাইকোয়ারের মৃত মহিষী লক্ষ্মীবাই হইতে পথের ভিখারিণী পর্যন্ত সকলই মুন্দরী। ইহার হোধের স্ত্রীলোকদের মত সাড়ী পরে, তবে শ্রাদ্ধট তত্ত্ব নীচে গড়ায় না। কেবল ভারতচঞ্জের কামদেবের প্রবেশাখ"নাভিকুপ" মাত্র অনাবৃত থাকে। মুসলমান সাম্রাজ্যের তরঙ্গ রাজপুতানার দক্ষিণে বড় আইসে নাই। মারওয়ার ছাড়িয়া আসিলে অবগুণ্ঠন অলিম্বা পড়ে ; তখন আর রমণী, অবগুণ্ঠন মধ্যে বদনচন্দ্র ঢাকিয়া, দর্শকের কৌতুহল বৃদ্ধি করে না। স্ত্রীস্বাধীনতাও ক্রমশ: এখান হইতে মাথা তুলিয়া উঠিতেছে, দেখা যায়! আর এক-পা অগ্রসর হইলেই দেখিতে পাইবে একেবারে চরে হাট। মহারাষ্ট্রমহিলারা এখন “কামরঙ্গ পরিষ্করি রণবঙ্গে নাই বা মাতুন, তবে সেই পশ্চাৎ-কেঁচাআঁটা বসন পরিধান, সেই অবগুণ্ঠনশুন্য প্রফুল্ল পদ্মমুখ, সেই অসঙ্কোচ গমন দেখিলে, ইহার এক কালে যে রণবঙ্গে মতিতেন, তাহ বিলক্ষণ বুঝা যায়। মন্তকমুণ্ডিত, পৰ্ব্বক্তবৎ-পাগল্পীসজ্জিত, মহারাষ্ট্রীয় পুরুষদিগকে দেখিতে বড় ভাল দেখায় না, কিন্তু উহাদের অঙ্গনার পরম রূপসী । তাহদের কেবল কপোলদেশটার অস্থিটা ধেন কিঞ্চিং বেশী পরিদৃগুমান। তাহাদেব বসনপরিধানের নিয়মটাই কেবল স্বতন্ত্র ; এরূপ নহে ; উহাদের কবরীবন্ধনেও কিঙ্কিং নুন্নত্ব আছে। কবরী একণীেবদ্ধ করিয়া তাহা চক্রাকারে পশ্চাৎ দিকে রাখা হয়। মাথার পশ্চাতে যেন একটা চাচর চক্র-প্রেমকাসির গ্রন্থি। প্রাণে প্রাণে যে ফিরিয়া আসিয়াছি, সে কেবল তোমার কপালের জোরে। মহারাষ্ট্রীয় স্বনীরা সৰ্ব্বত্র অবলীলাক্রমে বিরাজ করেন ; স্কি উস্তানে, কি বাস্তানে, তাহারা সম্মুখ ক্টোচার অগ্রভাগ ৰামइम्ल লীগ করিয়া বিয়া, পাছকাশূন্ত চরণে বিচরণ করিয়া