পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । ১৯৬৫ বেড়ান। সঙ্গে কিন্তু একটা পুরুষ মাহুৰ থাকেন। এ দৃপ্ত ঘোমটা মধ্য হইতে উকি-বিক্ষেপিনী বঙ্গমহিলাদের ও উহাদের আড়েঠীরে-সৃষ্টি-সঞ্চালনকারী রসিক পুরুষদিগের দেখিবার যোগা, শিখিবার যোগ্য। এই পুণ্যবতীদের দর্শনেও মনে কি এক অনিৰ্ব্বচনীয় আনন্দ এবং পবিত্রত সঞ্চারিত হয়। রাজস্থান ছাড়িয়া গেলে আমার বোধ হইল, যেন সম্পূর্ণ একটা সৌন্দৰ্য্যপূর্ণ নূতন জগতে প্রবেশ করিলাম। কৰি বলিয়াছেন, যে পৰ্য্যস্ত রমণীর হাসিতে আলোকিত না হইয়াছিল, জগৎ অরণ্য ছিল। কথাটা বড় গভীর। আমাদের বঙ্গসমাজ রমণী হালিশূন্ত, আমাদের জীবন তাই এত উৎসাহীন, এত আনন্দপুস্ত। যখন রাজ্য আমাদের আর যে সকল অনিষ্ট করিয়াছে, তাহ অতি সামান্ত । নিপীড়িত হিন্দুধৰ্ম্ম মাথা তুলিয়াছে, ব্যক্তি গত নিপীড়ন সমাজহৃদয় স্পর্শ করে নাই। কিন্তু মামাদের সমাজে এই স্ত্রী-অবরোধস্বরূপ যে অৰ্দ্ধাঙ্গ । বা পক্ষাত রোগ সঞ্চার করিয়াছে, তাহার উপসর্গে সমাজ এই ৭০০ বৎসর পরেও মাথা তুলিতে পারল না । কেবল মহারাষ্ট্রীয়দের মধ্যে বলিয়া নহে, পার্শীদের মধ্যেও এই পাপ প্রংেশ করে নাই। তাহদের রমণীরাও রূপে চারিদিক আলোকিত করিয়া , সৰ্ব্বত্র বেড়াইয়া বেড়াইতেছে। হিন্দুগ্রনারীরা চম্পকবরণী। পাণী রূপসীদের বর্ণ সন্ত:প্রস্ফুটিত শিশিরসিক্ত পদ্ম ফুলের মত । ইহুদী ভিন্ন ইহাদের তুলনার शन बाद नाई। ३शरादे गांशैरे cशशहे नाशै। नाज़ेौद উপর এটা মলমলের আজামুলম্বিত পিয়াণ । তাহার উপর জ্যাকেটু ৷ ইহঁার মাথার চুল ঢাকিয় একখানা সাদা রুমাল বাধিয়া তাহার উপর খোপা মাত্র ঢাকিয়া মাথায় কাপড় দিয়া থাকেন। পিরাণের দৈর্ঘ্য এবং কাল চুলে সাদা কাপড়ের ৰন্ধনটা ৰেমন আমাদের চক্ষে ভাল লাগে না ।