পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র। న যখন গাড়ীতে উঠিতেছি,—অপরদিকের দোকানে দাড়াইয় কে –সেই প্রদীপধারিণী । তাহার পর নদী। এখান হইতে অবরোধপ্রথার আরম্ভ হইয়াছে। যে পাণ্ডার বাড়ীতে আহার করিলাম,—ঘরথনি কুটার, কিন্তু কি পরিষ্কার পরিচ্ছন্ন –পাণ্ড বলিলেন, আমি সস্ত্রীক থাকিলে ব্রাহ্মণীর বাহির হইতেন । নৰ্ম্মদ হইতে প্রয়াগ, প্রাগ হইতে উৰায় হাবড়া পহুছিয়া, সেতু বাহিয়া যখন গঙ্গা পার হইতেছি, তখন দেখিলাম, গুই ধারে উষাশ্বরূপিণী বঙ্গদিগম্বরীগণ অবগাহন করিতেছেন। তখন মনে श्हेत्र,

  • cক চায় খাইতে মধু বিনা বঙ্গকুমুমে ?

কোথা হেন শতদল, বুকৈ করি পরিমল, থাকে পতিমুখ চেয়ে মধুমথা সরমে ? বঙ্গকুল বধু বিনা মধু কোথা কুমুমে ?” সম্পূর্ণ !