পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ শ্ৰীমদ্ভগবদগীত t >>*链总 (২) “কুর্ক্সের অঙ্গের মত, করিবারে সঙ্কুচিত, যে পারে ইন্দ্রিয়গণ, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত । ৫৮ (). ংযত-ইন্দ্রিয় হও"মৎপর ও যোগস্থিত ।” ৬১ অর্থাৎ (১) নিষ্কাম, (২) জিতেন্দ্রিয় এবং (৩) ঈশ্বরূপরায়ণ ৰোগীই স্থিতপ্রজ্ঞ। . .

  • “আকুল পূরিত, স্থির, অচঞ্চল, সমুদ্রে সলিল প্রবেশে যেমন ; তেমতি কামনা প্রবেশে যাহাতে, সেই পায় শান্তি, নহে কামীজন ।” ৭০

৩য় অধ্যায়—কৰ্ম্মযোগ । • অৰ্জ্জুন তখন জিজ্ঞাসা করিলেন, যদি কৰ্ম্মযোগ হইতে জ্ঞানৰোগ শ্রেষ্ঠ, তধে আমাকে কেন এ ঘোর কৰ্ম্মে নিয়োজিত করিতেছেন ? 姆 'ভগবান কহিলেন, কৰ্ম্ম না করিয়া লোক নৈষ্কৰ্ম্ম্য লাভ করিতে পারে না । বিশেষতঃ–

  • অকৰ্ম্ম থাকিতে কেতু নাহি পারে কদা চত্ত। স্বভাব গুণেতে সৰে হয় কৰ্ম্মে নিয়োজিত ॥” ৫ অতএব প্রকৃঙির দ্বারা বাধ্য হইয়া কৰ্ম্ম করিতে হইবে।

“কিন্তু আত্মাতেই রত, আত্মাণ্ডেই তৃপ্তি যার, আত্মান্তে সত্ত্বই সদা, তার কার্য্য নাহি আর ” ১৭ . যতদিন সে অবস্থা ন হইবে তত দিনে নিষ্কামভাবে কৰ্ম্ম করিতে হইবে । তদ্ভিন্ন লোকশিক্ষার জন্তে নিতাস্তু তোমার কৰ্ম্ম করা উচিত। কারণ— * * “বাহ আচরিবে শ্রেষ্ঠ করে ভাইভর জন ” ২১