পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫెly8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । "ইহলোকে পরলোকে না হয় সে বিনাশিত। , দুৰ্গতি কল্যাণকারী নাহি পায় কদাচিত ” ৪ • সে ব্যক্তি পরজন্মে । we "লভি তথা বুদ্ধিযোগ, পূৰ্ব্বজন্মার্জিত ধন, সিদ্ধি তরে বহু যত্ন করে সে, কুরুনন্দন ৷” ৪৩ সে এরূপ যত্ন করিয়া, * * “বহু জন্মে হ’য়ে সিদ্ধ, পায় সে পরমগতি।” ৪৫ ৭ম অধ্যায়—বিজ্ঞানযোগ । সকল যোগের লক্ষ্য সেই পরম গতি বা পরমব্রহ্মের প্রকৃতি কিরূপ? ভগবান কহিলেন, ভূমি, জগ, অগ্নি, বায়ু, আকাশ, বুদ্ধি, মন ও অহঙ্কার-এই আমার অষ্ট প্রকার প্রকৃতি । ইহাদিগকে অপরা প্রকৃতি কহে । জীৱভূত অস্ত যে পরা প্রকৃতি আছে, তাহা হইতে স্বই, স্থিতি ও প্রলয় হয় । r “আম হ’তে শ্রেষ্ঠ আর নাহি কিছু হে ভারত ! আমাতে গ্রথিত বিশ্ব স্বত্রে মণিগণু মত ” ৭ রাজসিক, তামসিক ও সীৰিক ভাবে વનડે বিমুগ্ধ । কেবল চাতুৰ্ব্বিধ পুণ্যবান ভগবানের ভজনা করে—পীড়িত, তত্ত্ব-জিজ্ঞাস্থ, অর্থাকাঙ্ক্ষী, এবং জ্ঞানী। ইহাজের মধ্যে “णछि वह छद्म श्रह्ख ७३ खान-'कृष* न१,' ষে জ্ঞানী আমাকে পায়, সে মহাত্ম জহুর্লভ ”১৯ আর বাহার দেবতার পূজা করে । “লঙে ক্ষণ-স্থায়ী ফল সেই অল্পজ্ঞানিগণ ; লেবাৰী পা মেং, আমাকে মন্তজ্ঞ জন।” ২৩