পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ কুরুক্ষেত্ৰ , • ? §8.8 সুভদ্রার মুখপানে রহিত চাহিয় । শ্বেত নীলাম্বুজ ট-যেন এক বৃন্তে ফুট, চেয়ে অাছে পরস্পরে মোহিত হইয়া । ধীরে রমণীর জ্ঞান, ধীরে রমণীর স্কৃতি, আসিল ফিরিয়া, বামা ভাবে মনে মনে— “হায় নিদারুণ নাথ ; যেই অঙ্গ-আলিঙ্গন দিলে মূৰ্ছিত্তীয়, তাহ পাব কি জীবনে ? মূৰ্চ্চয় পইচু খহি, মরিলেও পাই যদি, .লও পদে সমৰ্পিব দুঃখিনীর প্রাণ। পহিতে না পারি আর, এবে দয়া কর নাথ —, , ফিরাইল মুখ বামা ; কৃষ্ণ অস্তধর্ণন । - “চিনিতেও দুঃখিনীরে হা নাথ ! পারিলে না কি ?, . বহিতে লাগিল নারী-অশ্রু অবিরল। কিশোরীর প্রত্যাখান, যুবতীর এ যন্ত্রণা, জ্বলাইল অভিমান প্রচও অনল । তীরবং উঠি বামা বসিল ; স্বভদ্র করে ধরিয়া কহিলা—“এ কি ! কি কর ভগিনি । হতেছে কি কষ্ট তব শুইয়া অঙ্কেতে মম ?”

  • কষ্ট "-কহে গদ গদ নাগেন্দ্রনন্দিনী, “এমন পবিত্র স্বর্গে অনার্য বনবাসিনী

নাহি জানি কোন পুণ্যে করিকু শয়ন । এই দয়া, এই মুখ, ইন্দ্রাণীর স্বপ্ন-শয্যা এই অঙ্ক, আমি নাহি ভুলিব কখন ! কি ভাগ্য আমার । আমি ভগিনী হইব তব, হবে হীন বনলতা ভগ্নী মাধীর। ষদি জন্ম-জন্মান্তরে তোমার ভগিনী হুই,