পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెyN নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ১ম অধ্যায়—রাজগুহযোগ । t ভগবান এ অধ্যাম্বে"ঐশ্বরিক রাজগুহ ভাব, অর্থাৎ শ্রেষ্ঠ নিগূঢ় | তত্ত্ব সকল ব্যাখ্যা করিতেছেন। “অব্যক্ত মূৰ্ত্তিতে মম জগত সৰ্ব্বব্যাপিত। আমাতে সমস্ত ভূত, আমি নহি তাহে স্থিত ” ৪ সে আবার কিরূপ ? ベ "যথা আকাশেঙ্গে নিত্য সৰ্ব্বগামী মহা বায়ু করে অবস্থান, সেই রূপে সৰ্ব্বস্তৃত আমাঠেষ্ট অস্থিত ছানিও প্রমাণ ” ৬ কি স্বন্দর ও বিশদ উপমা। সেই সৰ্ব্বভূতের স্রষ্ট কে ? “কন্নক্ষয়ে সৰ্ব্বভূতে আমার প্রকৃতি পায়। কল্পগ্রস্তে তাহদের স্বজি আমি পুনরায়।” ৭ কি প্রকারে ? “প্রকৃষ্ণ অধক্ষে মম স্বজে এই চুচির । এই হেতু জগতের বিপর্যায় বীব্যর " ১• - কিন্তু ভগবানই জগতের সৰ্বোঞ্জ, এংলোকো এৰে বা পৃথকত্রে উহারই পূজা করিয়া থাকে। আর,

  • ধারা শ্রদ্ধাধিত হয়ে পূজে জন্য দেৱতায়, তারাও অবিধিমতে, কেপ্তের । পুজে আমায়।” ২৩ ভক্তের অতি সামান্য উপহারও তিনি গ্রহণ করেন।

"ভক্তিতে ধে জন দেয় পত্র, পুষ্প, ফল, জল,— । লই আমি পত্রিাস্তু ভক্তক্ষত্ত্ব সে সকল ।” ২৬ আর পাপী জ্বরাচারও স্বছি উগোকুত্তজনা করে, "ধৰ্ম্মস্থা হইয়া শীঘ্ৰ পায় সে শাস্তি পরম। * > cकोप्ख ! छानि७ महे मा३ि श्इ उस्त्र भ५ ” ७० સરદ્ધા