পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নচন্দ্রের গ্রন্থাংলা । সার্থক হইবে সেই জন্ম দুঃখিনীর । তুমি ত মানবী মহ, অপরিচিতায় হায় ! এই দয়া, এই মেহ, মানবের নহে । নহে রূপ মানবীর, মানবীর প্রাণে হয় ! কোথা এইরূপ দয়া-মন্দাকিনী বহে ?” ' ' “সে কি কথা?”— কহে ভদ্ৰ—“ “মূৰ্ছিতা আমায় পথে পাইলে ভগিনি! তুমি যেতে কি ফেলিছ ? একটি হরিণী হয় । এরূপে পড়িয়াপথে দেখিলে কি, তব বুক পড়ে ন! ভাঙ্গিয় ?” “পড়ে, কিন্তু আমি নারী অনাৰ্য্য, আমার ছায়ু মাড়ালেও মহাপাপ হয় যে আর্য্যার : পশু, পক্ষী, যেই দয়, পায় আর্য্যদের কাছে, আমরা অনার্য্য নাহি পাই বিন্দু ভাৱ । হায়! নাথ! তুমি পিতা’-চাহি আকাশের পানে , কাতরে, করুণ-কণ্ঠে, কহে নাগবালা— “হয় নাথ ! তুমি পিতা নহে কি অনার্য্যদের, তবে কেন তাহাঙ্কের কপালে এ জাল' ? ' মানব তাহারা নহে যদি মাথ ! তবে কেন এক রূপ রক্ত মাংস করিলা স্থঞ্জন ? কেন বা হৃদয় দিলে, হৃদয়েতে দিলে প্রেম, প্রেমেতে নিরাশ দিলে গভীর এমন ?” मब्रभग्नौं शङअंद्र झुंझे खाथि छ्ल छ्ल ; , অন্তরালে অ খি ছল ছল নারায়ণ । করুণার এ উক্ষুস পরশি উভয় প্রাণ কাদাইল এক তান বীণার মতন ! t