পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীমদ্ভগবদগীত।। २००१ o, ভয়ে রণ-পরাভূখ, তোমায়ু ভাবিবে মনে মহারথী সব ; মান্ত যাহাদের কাছে, তাহদের কাছে তুমি হইবে লাঘব। ৩৫ কহিবে অকথ্য কথা অহিত-আকাঙ্ক্ষী সবে ; নিলিবে সামর্থ, আছে :থতর কিবা ভবে ? ৩৬ হত ও পাবে স্বৰ্গ , পৃথিবী, হইলে জয় ; উঠ তবে, হে কোন্তেয় ! যুদ্ধার্থে কৃতনিশ্চয়। ৩৭ মুখ দুঃখ সমজ্ঞানে, লাভালাভ, জয়জয়, কর যুদ্ধ তুমি ; পাপ হইবে না ধনঞ্জয় । ৩৮ অতুি স্থত সাংখ্য যোগে এই বুদ্ধি শুন আর বুদ্ধিNোগযুক্ত জন কৰ্ম্মবন্ধ হয় পার। ৩৯ প্রায়ন্ত নিফল নহে, বিঘ্ন কিছু নাছি হয়, স্বল্প মাত্র এই ধৰ্ম্মে, ত্রাণ করে মহাভয় । ৪• -বিষ্ণুজ্ঞানাত্মক বুদ্ধি একই, কুরুনন্দন । , অনন্ত বহুধাবুদ্ধিধরে অবিশ্বাসিগণ । ৪১ না জানে অস্তিতি অম্ভ, সদাবেদবাদৱত, কামী, স্বৰ্গপরায়ণ, বিবেকবিহীন যত । ৪২ জন্মকৰ্ম্মফলপ্লদ বহে কথা মনোরম ੇਿੱਚ পূর্ণ, ভোগৈশ্বৰ্য্যপরায়ণ। ৪৩ ভোগৈশ্বৰ্য্য প্রসজের তাহে চিত্ত অপহৃত, বিষ্ণুজ্ঞানাত্মক বুদ্ধি নাহি হয় সমাহিত । ৪৪ সকাম সকল বেদ, অর্জুন হও নিষ্কাম, যোগী, নিত্য-ব্রহ্মে স্থিত, দ্বন্দ্বহীন, আত্মবান। ৪৫ বহু কুপে হয় যাহা, পারে এক পারাবারে সাধিতে সকল । ।