পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীমদ্ভগবদগীতা ' همه« মনের কামঠা সৰ্ব্ব করি, পার্থ। পরিহার, আত্মাতেই তুষ্ট আত্ম, স্থিতপ্রজ্ঞ নাম তার (৫৫ দুঃখে অনুমিন, সুখেতে নিখুঁহ যেই, নাহি রাগ, ভয়, ক্রোধ,-স্থিতপ্রজ্ঞ মুনি সেই ॥৫৬ যে সৰ্ব্বৰ বীতস্নেহ ; শুভাপ্তম্ভে কদাচিত ন করে আনন্দ, দ্বেষ —তার আজ্ঞ প্রতিষ্ঠিত ৫৭ কুৰ্ম্মের অঙ্গের মত, করিবার সঙ্কুচিত ষে পারে ইন্দ্রিয়গণ-প্রজ্ঞ। তার প্রতিষ্ঠিত ॥৫৮ বিষয় নিবৃত্ত মাত্র হয় নিয়াহারিগণ, বিষয়-ফুলন ত্যাগ করে ব্ৰহ্মশা জন ॥৫৯ পুরুষ S. পার্থ জ্ঞানী মোক্ষপরায়ণ, প্রমন্তু ইন্দ্রিয়গণ বলে হরি লয় মন ॥৬• সংযত-ইন্দ্রিয় হও, মৎপর ও যোগস্থিত ; ইঞ্জিয় বশেতে যার, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত । ৬১ চিন্তিলে বিষয় নর, উপজে আসক্তি বোধ ; কামনা আসক্তি হ’তে, কামনা হইতে ক্রোধ ; ৬২ ক্রোধ হ’তে জন্মে মোহ, মোহে হয় স্মৃতিভ্রম, প্ৰতিভ্রংশে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশে বিনাশন। ৬৩ আত্মংশ ইঞ্জিয়েতে-রাগদ্বেষ-বিরহিতভুঞ্জিয় বিষয়, শান্তি লভে বশীভূত চিত। ৬৪ আত্মপ্রসাদেতে হয় সৰ্ব্ব দুঃখ বিনাশিত ; প্রসন্নচেতার হয় আগু বুদ্ধি প্রতিষ্ঠিত । নাহি বুদ্ধি, আত্মচিন্তু, ইঞ্জিয় অজিত যার, কোথ শান্তি বিনা চিন্তা, শাস্তিবিনা শ্বখ আর ? ৬৬ ৷ মন যার স্বেচ্ছাচারী ইঞ্জিয়েতে হয় রত, ৷ লুপ্ত হয় প্রজ্ঞ, ঝড়ে সন্ধুত্রে ভরণী যত।। ৬৭