পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>8७ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । পাৰে ভূমি প্রতিঘাত,—প্রতিঘাত কি ভীষণ । দেখ তার সাক্ষী এই করুক্ষেত্ররণ ! । মানুষ মানুষে ঘৃণা করিলে, জানিও মনে উভয়েই মহুষ্যত্বে হয়েছে পতিত । প্রস্তরে ৪ পরস্পরে আঘাতিলে, দেখিয়াছ , , কেমন উভয়ে হয় চূর্ণিত, ধ্বংসিত । তাজ ভগ্নি ! মরিতাপ ! ঘুণিয়া অনার্য্যগণে, আজি পঃস্পবে ঘৃণা করিছে কেমন , ওই দেখ আর্যজাতি । તર মহু আত্মহত্য, অধৰ্ম্মের অভূখান, ধৰ্ম্মের পতন ! ঈশ্বর মঙ্গলময় ! এই ঘোর অমঙ্গলে কি মঙ্গল নীতি তার আছে বিদ্যমান ! এই ঝটিকার শেষে কিবা শাস্তি বিরাজিবে ! করিবে মানবজাতি কি অমৃত পান। অবতীর্ণ নারায়ুণ ! ভৰ্ম্মিস্থা অধৰ্ম্ম যবে এ মহাশ্মশান হায় ! হবে নির্বাপিত ; প্রেমময় পুণ্যময়, শান্তিময় মধ্যময়, কি মহান ধৰ্ম্ম রাজ্য হইবে স্থাপিত্ত ! তথন অনার্য্য আর্যj” চাহি আকাশের পনে. ' বহে আনন্দাশ্ৰুধারা মাতা স্বভদ্রার। বহে জানাশ্রধারা গোবিলের ছ’নয়নে ; চাহি আকাশের পনে কাকু চিত্রাকার ! “ত্যঙ্গ ভগ্নি । পরিভাপ | তখন অনার্য্য আর্য্য, ভাই ভী, মিলি সব করিব প্রস্থান সে অন স্বৰ্গপথে, অনন্ত কালের তরে, গাইয়া তারকব্রহ্ম-মন্ত্র কৃঞ্চমাম।