পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীমদ্ভগবদগীতা । ఫిevరీశ్రీ অহিংসা, সমতা, তুষ্ট, তপ, জুন যশোষশ,— আমা হতে ভূতগণ হয় ভিন্ন ভাববশ ॥৫ পূৰ্ব্বে সপ্ত ঋষি, পরে চারি মনু, হে পাওব ! আমার মানসজাত,-যাহ হতে প্রজা সব । ৬ মম এ বিভূতিযোগে হয় ধার জ্ঞানোদয়, নিশ্চয় সে যোগযুক্ত, তাহাতে নাছি সংশয় ৭ : আমি সৰ্ব্বস্রষ্ট, সৰ্ব্ব অামা হ’তে প্রবর্তিত,— ইহ জানি আমাকেই ভজে জ্ঞানী ভাবান্বিত । ৮ মচ্চিত্ত, মদগতপ্রাণী, দিয়া জ্ঞান পরম্পরে ; কহি নিত্য মম কথা, তোষণ রমণ করে । ৯ সঞ্জেম ভজনাকারী সেই নিত্যযুক্ত গণে, সেই বুদ্ধিযোগ, যাতে পায় আমি সনাতনে । ১০ নাশি অনুকম্প করি আত্ম ভাবে হ’য়ে স্থিত, তাদের অজ্ঞান তম, জ্ঞানদীপে প্রজ্বলিত । ১১ অর্জন কহিলেন। পরম পবিত্ৰ তুমি, পরব্রহ্ম, পাম ; 禦 নিত্য ব্রহ্ম, দিব্য, অজ, আদিদেব ভগবান— কহেন ঋষির সৰ্ব্বে, দেবর্ষি नांदन মুনি, অসিত, দেবল, ব্যাস,—স্বয়ং কহিলে তুমি। ১২-১৩ মনে হয় সব সত্য কহিলে স্বা, হে কেশব ! ভগবন্‌ ! তব ব্যক্তি না জানে দেব দানব। ১৪ আপনাকে আপনিই জান, হে পুরুষোত্তম । দেবদেব । জগৎপতে ! ভূতেশ | ভূতভাবন । ১৫ কহ সে অশেষ দিব্য আপন বিভূতিচয়, ' . করিতেছ অবস্থিতি ব্যাপী যাহে লোকায়। ১৬