পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীমদ্ভগবদগীতা । ఫిe 8t নৃলোকে এরূপ, তোমা বিনা আর কুরুশ্রেষ্ঠ ! অন্তে দেখিবারে পায় । ৪৮ , • না হও ব্যথিত, মূঢ়ভাবাপন্ন, হেন ঘোর রূপ দেখিয়া আমার ; মম পূৰ্ব্বরূপ কুকু দরশন, ভয়হীন, প্রীতচিত্ত পুনৰ্ব্বার। ৪৯ সঞ্জয় কহিলেন । বাসুদেব ইহা কষ্টিয়া, অর্জুনে দেখাইল স্বীয় রূপ পুনৰ্ব্বার } কবিলা আশ্বস্ত ভীত ধনঞ্জয়ে, ধরি সেীমা বপু মহাত্মা আবার । ৫০ 6ኦ অর্জন কহিলেন । এই মানুষিক রূপ দেখি তব, জনাৰ্দ্দন । হইনু প্রকৃতিগত, এখন প্রসন্ন মন । ৫১ ভগবান কহিলেন । যেই মুহূদর্শনীয় নিরখিলে রূপ মম, দেবগণও নিস্ত্যাকাঙ্ক্ষী করিবারে দরশন। ৫২ বেদে, তপে, দানে, যজ্ঞে, নাহি পারে কদাচন দুেথিতে এরূপ মম, দেখিলে তুমি যেমন। ৫৩ অনন্ত ভক্তিতে পাবে, অর্জুন ! এ রূপ মম জানিতে, দেখিতে, তত্ত্বে প্রবেশিতে, অরিন্দম! ৫৪ মম কৰ্ম্মকারী, অতি মদ্ভক্ত, কামনাহীন, সৰ্ব্বভূতে অহিংস যে, সে হয় মামাতে লীন। ৫৫ ইতি বিশ্বরূপ দৰ্শননাম একাদশ অধ্যায় । ১১ ! •« seinsmisses: