পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (প্রথম খণ্ড).djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SR নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কখনো ভাসিছে মেঘ ; কখনো জ্যোৎস্না f হাসিতেছে মেঘাস্তরে ; কভু ছায়া গাঢ়তর ; কন্তু মুখ হাসি ফুল্ল প্রেম চন্দ্রালোক,—মুখ স্বপ্নরাশি । - • 8 繆 বাজিল কালের কণ্ঠ, ভেন পক্ষিচয় শুঙ্গে *ိန္ বৃক্ষচুড়ে গুপ্ত চরisর প্লাবিয়া ধোষিল,--নিশি দ্বি তীয় প্রহর । চমকিয়া ধনঞ্জয় চলিলা অবসে অন্ত মনে ; অন্ত মনে কর পর শতন খুলিল নীরবে এক কক্ষের দুয়ার । এ কি কক্ষ ? এতো মহে আবাস তাহার ! এ কি কক্ষ ? নহে ইহা দৃষ্ট-পূৰ্ব্ব তার ! দেখিলা বিস্ময়ে পার্থ শোভিছে প্রাচীরে নানারূপু মানচিত্র, চিত্র নানারূপ । ' শোভে কক্ষে স্থানে স্থানে গ্রন্থ রাশি রাশি মুবাসিত দীপালোকে ; স্তবকে স্তবর্কে শোভিতেছে স্থানে স্থানে পুল্ল মুবাসিত । দীপগন্ধ, ধুপগন্ধ, কুমমসৌরভ, বহি মুক্ত-দ্বার-পথে মোহিল প; গুব । এ কি কক্ষ ! সব্যসাচী ভাবিলেন মনে কি ষেন মহান তত্ত্ব র্তার জ্ঞানাতীত, • সেই সব মানচিত্রে আছে প্রকটিত । কি যেন গভীর কথা, সেই চিত্রাবলী কহিতেছে জ্ঞানাতীত, নীরবে সকলি । গ্রন্থে গ্রন্থে অতীতের মনী সকল